Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’
Ahmedabad Plane Crash

আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৪, সূত্র, এখনও নিখোঁজ স্থানীয় অনেকে

সরকারিভাবে এ ব্যাপারে এখনও কোনও তথ্যের উল্লেখ করা হয়নি। 

 আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৪, সূত্র, এখনও নিখোঁজ স্থানীয় অনেকে

ফাইল ছবি।

শেষ আপডেট: 14 June 2025 05:09

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার দুপুর থেকে শনিবার সকাল। আমদাবাদের (Ahmedabad Plane Crash) দুর্ঘটনাস্থলে এখনও চলছে উদ্ধার কাজ। ঘটনার পর থেকে নিখোঁজ স্থানীয় অনেকে। সূত্রের খবর, শনিবার সকালে ওই ধ্বংসস্তুপ থেকে নতুন করে কয়েকটি দেহ পাওয়া গিয়েছে। 

ইতিমধ্যে বিমানের ২৪২ জনের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও দুর্ঘটনার অভিঘাতে মেডিক্যালের পড়ুয়া এবং স্থানীয় অনেকের মৃত্যুর খবর জানা গিয়েছিল। গুজরাত পুলিশের তরফে শুক্রবার রাত পর্যন্ত ২৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। 

শনিবার অবশ্য স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, এদিন ধ্বংসস্তুপ থেকে আরও কয়েকটি দেহ মিলেছে। যার জেরে মৃতের সংখ্যা বেড়ে ২৭৪। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও সরকারিভাবে এ ব্যাপারে এখনও কোনও তথ্যের উল্লেখ করা হয়নি। 

১২ জুন, বৃহস্পতিবার দুপুরে, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট AI-171) লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে আমদাবাদ বিমানবন্দর থেকে নিয়মমাফিক যাত্রা শুরু করেছিল। তার কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় পার্শ্ববর্তী মেডিক্যাল কলেজের হোস্টেলের ওপর ভেঙে পড়ে।

এয়ার ইন্ডিয়ার তরফে চালু করা হয় হেল্পলাইন নম্বর। পরিস্থিতি সামাল দিতে গুজরাত সরকার রাজ্য ইমার্জেন্সি অপারেশন সেন্টারে একটি কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নেয়। বর্তমানে দেহ শনাক্ত করার প্রক্রিয়া চলছে বিজে মেডিক্যাল কলেজে। ডিএনএ সংগ্রহ করা হচ্ছে মৃতের পরিজনদের।

সেই সময় দুর্ঘটনাস্থলের তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ১,০০০ ডিগ্রি সেলসিয়াস। যার ফলে শুধু মানুষ নয়, পশু-পাখিরাও রেহাই পায়নি। ভয়ঙ্কর তাপে কেউ বেরিয়ে আসার সুযোগই পায়নি, উদ্ধারকার্যেও যথেষ্ট বেগ পেতে হয়। স্থানীয় অনেকে এখনও নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


ভিডিও স্টোরি