শেষ আপডেট: 30th July 2024 18:44
দ্য ওয়াল ব্যুরো: সন্ধ্যা ঘনিয়ে আসায় উদ্ধারকার্য খানিকটা ব্যাহত। তাহলেও সেনা, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী সকলে মিলে কেরলের ওয়ানাড় জেলায় অতিভারী বৃষ্টির জেরে নদীর জলের তোড়ে ভেসে যাওয়া মানুষের খোঁজ থামেনি। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ১০০ জনের মৃত্যুর খবর মিলেছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, জোর কদমে উদ্ধার চলছে, ফলে মৃতের সংখ্যা এখনই হলফ করে বলা যাচ্ছে না।
মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, রাজ্যের এই বিপর্যয়ে বিভিন্ন রাজ্য এবং সংস্থা অর্থ সাহায্যে এগিয়ে এসেছে। কেরল ব্যাঙ্ক ৫০ লক্ষ টাকা, সিকিমের মুখ্যমন্ত্রী ২ কোটি এবং তামিলনাড়ু সরকার ৫ কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছেন। রাজ্যে দুদিনের শোকপালনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যদিও ভোগান্তির শেষ এখানেই নয়, আরও দুদিন রাজ্যে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
মুখ্যমন্ত্রী আরও জানান, কেবলমাত্র ওয়ানাড়ে ৪৫টি ত্রাণ শিবির এবং রাজ্যে ১১৮টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানোর কাজ চালাচ্ছে। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন।
এই অবস্থায় ওয়ানাড় লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিজয়ী প্রার্থী রাহুল গান্ধী ও উপনির্বাচনের সম্ভাব্য কংগ্রেস প্রার্থী প্রিয়ঙ্কা গান্ধী ধস কবলিত এলাকায় যেতে পারেন। এদিন দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেন, এই সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলা উচিত। আমরা একসঙ্গে কাজ করতে আগ্রহী, যাতে সর্বাধিক মানুষকে নিরাপদে আনা যায়। আমরা ওয়ানাড়ে যাওয়ার পরিকল্পনা করছি। হ্যাঁ রাহুল এবং প্রিয়ঙ্কাও যেতে পারেন।