শেষ আপডেট: 29th February 2024 17:10
দ্য ওয়াল ব্যুরো: ১৭ দিনের লড়াইয়ের পর উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে আটকে থাকা শ্রমিকদের একে একে বাইরে বের আনা সম্ভব হয়েছিল। রুদ্ধশ্বাস এই উদ্ধারকাজের পিছনে যাঁরা ছিলেন তাঁদের মধ্যে একজনের বাড়ি ভেঙে দিয়েছে দিল্লি প্রশাসন। বলা হয়েছে, তাঁর বাড়ি অবৈধভাবে তৈরি ছিল।
উত্তর-পূর্ব দিল্লির হজ খাস এলাকায় বাড়ি ওয়াকিল হাসানের। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি বৃহস্পতিবার অভিযানে গিয়ে তাঁর বাড়ি ভেঙে দিয়েছে। তাঁরা দাবি করেছে, ওই এলাকায় অনেকগুলি বাড়ি অবৈধভাবে নির্মিত। তার মধ্যে একটি বাড়ি ওয়াকিল হাসানের। যদিও এই দাবি মানতে রাজি নন ওয়াকিল। তাঁর আক্ষেপ, ৪১ জন শ্রমিককে উদ্ধার করার পুরস্কার পেয়েছেন তিনি।
৪১ জন শ্রমিক উদ্ধারে ‘র্যাট হোল মাইনার্স’-দের ভূমিকা ছিল অনস্বীকার্য। তাঁদের মধ্যে একজন এই হাসান। তাঁর পাশে দাঁড়িয়েছেন আরও এক উদ্ধারকারী মুন্না কুরেশি। তাঁর দাবি, ডিডিএ এলাকার কাউকে নোটিস না দিয়েই অভিযান করেছে এবং হাসানের বাড়ি ভেঙে দিয়েছে। আরও অভিযোগ, তাঁদের থানায় ডেকে মারধর পর্যন্ত করা হয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে ডিডিএ।
চারধামে যাতায়াতের জন্য উপযোগী রাস্তা তৈরি করার ব্যাপারে উদ্যোগ নিয়েছিল উত্তরাখণ্ড সরকার। আর সেই প্রকল্পের অধীনেই চলছিল সিল্কয়ারা টানেলের কাজ। এই কাজ চলাকালীন গত ১২ নভেম্বর ঘটে বিপত্তি। টানেলের মধ্যে আচমকা ধস নামে। সেইসময় টানেলের মধ্যে কাজ করছিলেন ৪১ জন শ্রমিক। ধস নামার পর আটকে পড়েন তাঁরা। ১৭ দিন ধরে উদ্ধারকাজ চলার পর ২৮ নভেম্বর উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে আটকে থাকা শ্রমিকদের বাইরে বের করে আনা হয়।