শেষ আপডেট: 28th October 2024 21:09
দ্য ওয়াল ব্যুরো: রতন টাটার মৃত্যুর পর বড়সড় পরিবর্তন আসতে চলেছে টাটা ট্রাস্টে। সূত্রের খবর, অপারেশনাল এবং ম্যানেজমেন্ট সংক্রান্ত একাধিক খরচ কাটছাঁট করতে চলেছে সংস্থাটি। কীভাবে খরচ কমানো যায় তা নিয়ে ইতিমধ্যে আলোচনাও চলছে।
জানা যাচ্ছে, সংস্থার চিফ অপারেটিং আধিকারিক ও চিফ ফিনান্সিয়ালকে সরিয়ে দেওয়া হতে পারে। পাশাপাশি বাইরের পরামর্শদাতাদের উপরও কোপ বসানো হতে পারে। শীঘ্রই এই সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে বলে খবর। ট্রাস্টের নতুন চেয়ারম্যান নোয়েল টাটা দায়িত্ব গ্রহণের অনেক আগেই এই খরচ কমানোর বিষয়ে ভাবনাচিন্তা চলছিল। এমনকী তিনি দায়িত্ব নেওয়ার আগেই এ বিষয়ে পদক্ষেপও নেওয়া হয়।
সংস্থার তরফে জানানো হয়েছে, কর্মীদের বেতন দিতেই সংস্থাটির ১৮০ কোটি টাকা খরচ হয়। তবে ২০২২ সালে এই খরচের পরিমাণ বেড়ে ৪০০ কোটিতে পৌঁছয়। খরচ হওয়া টাকার একটি বড় অংশ পরামর্শদাতাদের জন্য ব্যবহার হয়েছিল বলে খবর। যার ফলে বাড়তি চাপ বেড়েছিল কোম্পানিরই।
বিষয়টির সত্যতা যাচাই করতে একাধিক সংবাদ সংস্থার পক্ষ থেকে টাটা ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানের তরফে কোনও ধরনের প্রতিক্রিয়া মেলেনি। ৯ অক্টোবর ২০২৪ ভারতের অন্যতম বিখ্যাত শিল্পপতি রতন টাটার মৃত্যুর পরে তাঁর সৎ ভাই নোয়েল টাটা দায়িত্ব পান টাটা ট্রাস্টের। তিনিই হন টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান।
টাটা ট্রাস্ট মূলত সারা দেশে এই সংস্থার জনহিতকর কাজের প্রতিনিধিত্ব করে থাকে। ১১ অক্টোবর রতন টাটার উত্তরসূরি হিসেবে টাটা ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব পান নোয়েল টাটা। এদিকে টাটা গ্রুপের প্রধান হোল্ডিং সংস্থা হিসেবে গড়ে তোলা হয়েছে টাটা সন্স যা টাটা ট্রাস্টের মালিকানাধীন।