শেষ আপডেট: 11th March 2025 17:31
দ্য ওয়াল ব্যুরো: গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছিলেন ব্যক্তি। পুলিশ জেনেছিল পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটিয়েছেন তিনি। কিন্তু তাঁর মৃত্যুর মাত্র কদিন পর সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিও ভাইরাল হতেই শোরগোল শুরু হয়েছে। তাতে দেখা গেছে, ওই ব্যক্তিকেই মারধর করছেন (Beaten) নিজের দুই মেয়ে, আর পা চেপে ধরে স্ত্রী! এরপরই তাঁদের কড়া শাস্তির দাবি তোলা হয়েছে। যদিও এই ভিডিও সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি।
মধ্যপ্রদেশের মোরেনার বাসিন্দা ছিলেন হরেন্দ্র। তাঁর মৃত্যুর পর পুলিশকে প্রতিবেশীরা জানিয়েছিলেন, প্রায় প্রতিদিনই স্ত্রীর সঙ্গে ঝামেলা হত তাঁর। একসঙ্গে থাকতে চাইতেন না কেউ। কয়েকদিন আগে দুই মেয়ের বিয়ে দিয়েছিলেন হরেন্দ্র। তারপরই নাকি স্ত্রী তাঁর থেকে ডিভোর্স চেয়েছিলেন। প্রতিবেশীদের দাবি, এই ঘটনার পরই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন হরেন্দ্র। পারিবারিক অশান্তির কারণেই তাঁকে প্রাণ দিতে হয়েছে বলে অভিযোগ করা হয়।
এই পরিস্থিতির মধ্যেই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হরেন্দ্রকে বেধড়ক মারধর করছেন তাঁরই দুই মেয়ে এবং একজন তাঁর পা চেপে ধরে আছেন। দাবি, যারা মারছেন তারা হরেন্দ্রর দুই মেয়ে আর পা চেপে রয়েছেন স্ত্রী! ভিডিওয় দেখা যাচ্ছে, হরেন্দ্রকে লাঠি দিয়ে মারছে দুই মেয়ে। তিনি নিজেকে বাঁচাতে চাইলেও পারছেন না কারণ স্ত্রী তাঁর পা চেপে রয়েছেন।
পুলিশ অবশ্য এখনও এই ভিডিও নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। তাঁরা শুধু জানিয়েছে, হরেন্দ্রর ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে আত্মহত্যার কথা। এবার কী কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, তা তদন্তসাপেক্ষ। তবে ভিডিওর বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন বলেও জানিয়েছেন।