শেষ আপডেট: 4th February 2025 17:22
দ্য ওয়াল ব্যুরো: নাচের অনুষ্ঠানে দেদারে চলল গুলি। আর তার জেরে প্রাণ হারালেন যুবক। বিহারের গয়ার ঘটনা। জানা গেছে, সোমবার রাতে এক অনুষ্ঠানে মহিলা অর্কেস্ট্রা শিল্পীদের সঙ্গে নাচ করছিলেন ২৭ বছর বয়সি ওই যুবক।
আর সে সময় দর্শক আসনে বসে থাকা এক ব্যক্তি আচমকাই বন্দুক বের করে অনুষ্ঠান মঞ্চের দিকে তিন রাউন্ড গুলি ছোড়ে। গুলি মাথায় লাগলে মঞ্চেই ছিটকে পড়েন তিনি।
तिलक समारोह में युवक की हत्या: मंच पर मारी गोली, अपराधी फरार #Firing #Gaya
— Utkarsh Singh (@utkarshs88) February 4, 2025
गया। कोंच थाना क्षेत्र के तुतुरखी गांव में एक तिलक समारोह के दौरान युवक की गोली मारकर हत्या कर दी गई। मृतक की पहचान कोंच के पाली गांव निवासी 27 वर्षीय अंजनी कुमार के रूप में हुई है। pic.twitter.com/PNX8qlqVPz
পুলিশ সূত্রে খবর, গয়ার কোঁচ জেলার পালি গ্রামের বাসিন্দা যুবকের নাম অঞ্জনি কুমার। ইতিমধ্যেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, মঞ্চে নৃত্যশিল্পীদের টাকা দিচ্ছেন অঞ্জনি। সে সময় তাঁকে লক্ষ্য করে দর্শকাসনে বসে গুলি ছুড়ছেন এক ব্যক্তি। তাতেই মাটিতে লুটিয়ে পড়েন অঞ্জনি। বিষয়টি নজরে আসতেই অঞ্জনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
অভিযুক্তর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। মৃতের পরিবারের অভিযোগ, রাজনৈতিক শত্রুতার জেরেই অঞ্জনিকে খুন করা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের জিজ্ঞাসাবাদের কাজ শুরু হয়েছে। কী কারণে অঞ্জনিকে খুন করা হল তা জানতে তৎপর পুলিশ।
তবে ইতিমধ্যে অপরাধীকে খুঁজে বের করতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই ঘটনার আসল সত্যি সামনে আসবে এবং দোষীরা গ্রেফতার হবে।