শেষ আপডেট: 4th February 2025 12:01
দ্য ওয়াল ব্যুরো: ৭২ ঘণ্টা কাটল না। ফের নৃশংস ঘটনা উত্তরপ্রদেশের অযোধ্যায়। এবার দলিত নিরাপত্তারক্ষীকে পিটিয়ে খুন করল একদল অজ্ঞাত পরিচয় যুবক। জানা গেছে, মৃত ব্যক্তির নাম ধ্রুব কুমার ওরফে বেচাই।
পুলিশ সূত্রে খবর, একটি নির্মীয়মাণ আবাসনে নিরাপত্তারক্ষীর কাজ করতেন ৬০ বছর বয়সি ওই ব্যক্তি। রবিবার মধ্যরাতে কর্মরত অবস্থায় একদল যুবক তাঁর উপর হামলা চালায়। লোহার রড, লাঠি দিয়ে তাঁকে প্রচণ্ড মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলেও লাভের লাভ কিছুই হয়নি। চিকিৎসকরা নিরাপত্তারক্ষীকে মৃত বলে ঘোষণা করেন।
এক দলিত তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল উত্তরপ্রদেশের অযোধ্যা। শুক্রবার রাতে অযোধ্যার বাসিন্দা ওই দলিত তরুণী স্থানীয় ধর্মীয় একটি অনুষ্ঠানে গেছিলেন বলে খবর। এরপর থেকে কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। শনিবার অযোধ্যার একটি খাল থেকে বাইশ বছর বয়সি তরুণীর নগ্ন দেহ উদ্ধার হয়। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
এমনকি তাঁর চোখ উপড়ে নেওয়া হয় বলে খবর। ইতিমধ্যে বিষয়টি নিয়ে যোগী সরকারের অস্বস্তি বাড়িয়েছে সমাজবাদী পার্টি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দলিত নিরাপত্তারক্ষীকে পিটিয়ে মারার ঘটনায় পরিস্থিতি যে আরও উত্তাল হল তা বলার অপেক্ষা রাখে না।
পুলিশের অতিরিক্ত সুপারিন্টেনডেন্ট মধুবন কুমার সিং জানিয়েছেন, ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। কিন্তু কী কারণে ওই ব্যক্তির উপর হামলা তা জানার চেষ্টা চলছে।