প্রতীকী ছবি
শেষ আপডেট: 28 March 2025 11:14
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Govt Employees) জন্য সুখবর। মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বাড়ছে তাঁদের। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিমধ্যে ২ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে বলে সূত্রের খবর।
এই বৃদ্ধির ফলে ৫৫.৯৮ শতাংশ ডিএ পেতে চলেছেন কর্মীরা। সার্বিকভাবে খুশির খবর হলেও সাম্প্রতিক অতীতে এটাই সবথেকে কম ডিএ বৃদ্ধি। এর আগে গত বছর জুলাই মাসে ৫০ শতাংশ থেকে ডিএ বাড়িয়ে ৫৩ শতাংশ করেছিল কেন্দ্র। তারপর এখন আবার তা বাড়িয়ে ৫৫ শতাংশ করা হল।
করোনাকালে ডিএ দেওয়া স্থগিত করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে ২০২১ সালের পর থেকে তা আবার দেওয়া শুরু হয়। তারপর থেকে এখনও পর্যন্ত যে শতাংশ হাতে ডিএ দেওয়া হয়েছে, এবার সবথেকে কম বৃদ্ধি হল। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি। যদিও খুব শীঘ্রই তা হবে বলে আশা করা হচ্ছে।
ডিএ বৃদ্ধি হলে তা ২০২৫ সালের ১ জানুয়ারি কার্যকর হবে। অর্থাৎ, সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএয়ের পরিমাণ বেড়ে দাঁড়াবে ৫৫ শতাংশ। কেন্দ্রীয় সরকার বলছে, ডিএ বাড়ানোর ফলে উপকৃত হতে চলেছেন এক কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী। আসলে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদেরও দুই শতাংশ ডিয়ারনেস রিলিফ (ডিআর) বাড়ছে।
অষ্টম পে কমিশন এখনও কার্যকর হয়নি। গত জানুয়ারি মাসে অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সরকারের দাবি, অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তের নেওয়ার ফলে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর লাভ হবেন। তবে তার আগেই এই ডিএ বৃদ্ধি স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভীষণ খুশি করেছে।