Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হাওড়ার সৌভিককে শোকজ করল টিএমসিপি! পড়ুয়াদের প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করার অভিযোগজোয়াও পেদ্রোর জোড়া পাইলড্রাইভারে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি, স্বপ্নভঙ্গ ফ্লুমিনেন্সেরট্রাম্পের শুল্কে বাংলাদেশে বিপদে ৮০১ সংস্থা, বেসরকারি কোম্পানির কাঠগড়ায় ইউনুস সরকারদুই পর্দাতেই একসঙ্গে ফিরছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে সিজার চেয়েও ফোর্সেপ ডেলিভারি, শিশুর মাথায় চোট, ব্রিটেনে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদানমোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্ক
DA Hike

ডিএ বাড়াল মোদী সরকার, বিরাট সুখবর পেলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা

করোনাকালে ডিএ দেওয়া স্থগিত করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে ২০২১ সালের পর থেকে তা আবার দেওয়া শুরু হয়।

ডিএ বাড়াল মোদী সরকার, বিরাট সুখবর পেলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 28 March 2025 11:14

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Govt Employees) জন্য সুখবর। মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বাড়ছে তাঁদের। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিমধ্যে ২ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে বলে সূত্রের খবর।

এই বৃদ্ধির ফলে ৫৫.৯৮ শতাংশ ডিএ পেতে চলেছেন কর্মীরা। সার্বিকভাবে খুশির খবর হলেও সাম্প্রতিক অতীতে এটাই সবথেকে কম ডিএ বৃদ্ধি। এর আগে গত বছর জুলাই মাসে ৫০ শতাংশ থেকে ডিএ বাড়িয়ে ৫৩ শতাংশ করেছিল কেন্দ্র। তারপর এখন আবার তা বাড়িয়ে ৫৫ শতাংশ করা হল।

করোনাকালে ডিএ দেওয়া স্থগিত করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে ২০২১ সালের পর থেকে তা আবার দেওয়া শুরু হয়। তারপর থেকে এখনও পর্যন্ত যে শতাংশ হাতে ডিএ দেওয়া হয়েছে, এবার সবথেকে কম বৃদ্ধি হল। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি। যদিও খুব শীঘ্রই তা হবে বলে আশা করা হচ্ছে। 

ডিএ বৃদ্ধি হলে তা ২০২৫ সালের ১ জানুয়ারি কার্যকর হবে। অর্থাৎ, সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএয়ের পরিমাণ বেড়ে দাঁড়াবে ৫৫ শতাংশ। কেন্দ্রীয় সরকার বলছে, ডিএ বাড়ানোর ফলে উপকৃত হতে চলেছেন এক কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী। আসলে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদেরও দুই শতাংশ ডিয়ারনেস রিলিফ (ডিআর) বাড়ছে। 

অষ্টম পে কমিশন এখনও কার্যকর হয়নি। গত জানুয়ারি মাসে অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সরকারের দাবি, অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তের নেওয়ার ফলে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর লাভ হবেন। তবে তার আগেই এই ডিএ বৃদ্ধি স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভীষণ খুশি করেছে। 


ভিডিও স্টোরি