শেষ আপডেট: 24th October 2024 13:49
দ্য ওয়াল ব্যুরো: ল্যান্ডফল হতে কিছু সময় বাকি। তার আগেই খেল দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড় 'দানা'। বৃহস্পতিবার সকাল থেকেই ওডিশার উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত। বইছে ঝোড়ো হাওয়া। বেলা যত গড়াচ্ছে পাল্লা দিয়ে বেড়েই চলেছে দুর্যোগ।
সবকিছু ঠিকঠাক থাকলে এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে ভিতরকণিকা থেকে ধামরার মধ্যে দিয়ে স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় দানা। পরিস্থিতি সামলাতে তৎপর প্রশাসন।
বুধবার বিকেল থেকে বৃষ্টি শুরু হওয়ার পরই ধামরা বন্দর থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। মধ্যরাতের পর থেকেই ধামরায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, তার সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। পাশাপাশি সমুদ্র সৈকতে লাগাতার মাইকিং করে সতর্কতামূলক প্রচার করে স্থানীয়দের নিরাপদ এলাকায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।
সূত্রের খবর ওডিশার প্রতিটি প্রান্তে বৃষ্টি শুরু হলেও সবথেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে পারাদ্বীপে। আবহাওয়া দফতর সূত্রে খবর, সেখানে ৬২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও বাদ যাচ্ছে না ভদ্রক, বালাসোর, জয়পুর, কটক, খুরদা ও পুরী। সেখানেও রাতভর বৃষ্টির পর বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে। লাগাতার বৃষ্টিতে ইতিমধ্যেই ভদ্রক, ভিতরকণিকা ও পুরীতে গাছ উপড়ে বেশ কিছু রাস্তা বন্ধ হয়ে পড়েছে।
দানার প্রকোপ থেকে বাঁচতে কড়া পদক্ষেপ নিয়েছে ওডিশা প্রশাসন। ইতিমধ্যে ১৪টি জেলা থেকে অন্তত ১০ লক্ষ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের একাধিক স্কুলে তাঁদের থাকার বন্দোবস্ত করা হয়েছে বলে খবর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার রাত থেকে শুরু হবে ল্যান্ডফল। ২৫ অক্টোবর অর্থাৎ শুক্রবার সকাল পর্যন্ত চলবে সেই প্রক্রিয়া। ল্যান্ডফলের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার পৌঁছতে পারে।