শেষ আপডেট: 24th October 2024 20:16
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ঘূর্ণিঝড় 'দানা' আছড়ে পড়ার কথা ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে। এই ঝড়ের প্রভাব থাকবে পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত। অর্থাৎ বাংলা এবং ওড়িশা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গায় রয়েছে। কিন্তু এই দুটি রাজ্য ছাড়া আরও পাঁচ রাজ্য 'দানা' নিয়ে আতঙ্কে রয়েছে। সেখানকার রাজ্য প্রশাসনও ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে ক্ষয়ক্ষতি রোধে।
আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিয়েছে তার প্রেক্ষিতে বলা যায়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তীসগড়, বিহার এবং তামিলনাড়ুতে প্রভাব ফেলবে 'দানা'। রাজ্যগুলির বেশিরভাগ জেলাতেই ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত ঝড় হতে পারে। তার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। বিহারের কমপক্ষে ১২ জেলায়, ছত্তীসগড়ের ৮ জেলায় সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী সকলেই তৎপর।
এই মুহূর্তে পারাদ্বীপ থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ পূর্বে, ধামারা থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে এবং সাগরদ্বীপ থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে 'দানা'। ল্যান্ডফলের সময় ঘণ্টায় এর গতিবেগ সর্বোচ্চ ১২০ কিলোমিটার হতে পারে।
ল্যান্ডফলের সময় দিঘা, মন্দারমনি-সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ১০০ থেকে ১২০ কিমি। আলিপুর জানাচ্ছে, ল্যান্ডফলের সময় দিঘায় জলোচ্ছ্বাসের উচ্চতা ১ থেকে ২ মিটার হতে পারে। একইভাবে দক্ষিণ ২৪ পরগনার উপকূলে দশমিক ৫ থেকে ১ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে এগোচ্ছে দানা। তার জেরে ধীরে ধীরে দাপট শুরু হয়েছে বাংলায়। নিজের উপস্থিতি ভাল মতো বোঝাচ্ছে ওড়িশাতেও। উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড়।