শেষ আপডেট: 8th April 2025 16:16
দ্য ওয়াল ব্যুরো: নাসিক জেলার ইগতপুরী তালুকের ঘোটির একটি বেসরকারি স্কুলে অষ্টম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের ব্যাগ চেক করা হয়। কিন্তু ব্যাগ থেকে যা বেরিয়ে আসে, তা দেখে হতবাক স্কুল কর্তৃপক্ষ। ব্যাগ থেকে ছুরি, কন্ডোম, সাইকেলের চেন ও কার্ডের কভার পাওয়া গিয়েছে। তাতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্কুলে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু ছাত্রছাত্রীর অদ্ভুত চুলের স্টাইল নিয়ে আগে থেকেই তারা উদ্বিগ্ন ছিলেন। একাধিক ছাত্রকে সেই কারণে বকাঝকা করা হয় ও চুল কেটে দেওয়া হয়। এরপর আচমকা শিক্ষকদের একাংশ পড়ুয়াদের নোটবই ও ব্যাগ চেক করেন। তখনই চমকে ওঠেন সবাই।
#WATCH | Nashik: Condoms, Knives Found In Backpacks Of Class 5 & 6 Students In School In Ghoti
— Free Press Journal (@fpjindia) April 8, 2025
Read story by Prashant Nikale: https://t.co/28s8VaA4dz #Maharashtra #NashikNews pic.twitter.com/xafvcIN8Lu
স্কুল সূত্রে খবর, পড়ুয়াদের ব্যাগে যেসব সামগ্রী মিলেছে, তা দেখে শিক্ষকরা অভিভাবকদের ডেকে পাঠান এবং বিষয়টি জানান। শিক্ষার্থীদের কাছে এমন জিনিসপত্র থাকায়, তারা উদ্বেগ প্রকাশ করছেন।
অন্যদিকে, নাসিক রোড থানাতেও ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। অভিযোগ, এলাকার তিন মহিলা—আশা কিশোর পাথ্রে (৩০), রেখা সুনীল আলহাট (৪৫) ও সীমান বালু রাখপাসরে (৩০)—থানায় হাজির হয়ে নিজেদের মধ্যেই বচসায় জড়িয়ে পড়েন। তারপরই শুরু হয় হাতাহাতি। থানার ভিতরে এই মারামারির জেরে ব্যাপক বিশৃঙ্খলা ছড়ায়।