শেষ আপডেট: 18th March 2025 10:22
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগর থেকে ঔরঙ্গজেবের সমাধি (Aurangzeb) সরাতে হবে। এই দাবি ঘিরে সোমবার সারাদিনই চর্চায় ছিল মহারাষ্ট্র। রাতে নাগপুরে (Nagpur) এই ইস্যুতে মহাল এলাকায় বিক্ষোভ দেখাচ্ছিল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। সেই বিক্ষোভকে কেন্দ্র করেই গুজব ছড়ায়। যে কারণে সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী।
পরিস্থিতি এমনই তৈরি হয় যে, একের পর এক বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় একাধিক গাড়ি, বাড়ি, দোকানও। পরিস্থিতি সামাল দিতে আহত হন ১৫ জন পুলিশকর্মী। তাঁদের মধ্যে রয়েছেন ডিএসপিও। গুরুতর জখম হয়েছেন ৫ জন সাধারণ মানুষও।
লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে সংঘর্ষকারীদের ঠেকাতে তৎপর হয় প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও কেন্দ্রীয় মন্ত্রী তথা নাগপুরের সাংসদ নীতিন গডকরিও।
খানিকটা পরিস্থিতি শান্ত হলে ফের যাতে গুজব না ছড়ায় তার জন্য পদক্ষেপ করেছে সাইবার পুলিশও। পুরো এলাকায় ১৬৩ ধারা (Curfew) জারি করা হয়েছে। এখনও পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ছত্রপতি সম্ভাজিনগরের খুলদাবাদ থেকে মুঘল সম্রাটের সমাধি সরানোর দাবিতে আন্দোলন শুরু করেছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের মতো হিন্দুত্ববাদী সংগঠন। দাবি মানা না হলে বাবরি মসজিদের মতো পরিণতিরও হুমকি দেওয়া হয়। যে কারণে সমাধিক্ষেত্রের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ভিতরে প্রবেশের ক্ষেত্রেও জারি হয় নিষেধাজ্ঞা। কিন্তু তাতেও লাভ হয়নি। পুলিশ মোতায়েন করেও ঠেকানো যায়নি সংঘর্ষ।