শেষ আপডেট: 19th August 2024 18:13
দ্য ওয়াল ব্যুরো: জম্মুতে ফের জঙ্গি হামলা। এবার জঙ্গি-গুলিতে মৃত্যু হল এক সিআরপিএফ ইন্সপেক্টরের। জম্মুর উধমপুরের ডাদু এলাকায় এই ঘটনা ঘটেছে। আধা সামরিক বাহিনী এবং স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ তল্লাশি অভিযান চলার সময় হামলা চালায় জঙ্গিরা।
উল্লেখ্য, গত ১৪ অগস্ট, জম্মুর ডোডা জেলায় জঙ্গি গুলিতে প্রাণ হারান এক সেনা অফিসার। ক্যাপ্টেন পদমর্যাদার ওই অফিসার দীপক সিং বুধবার জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান। একজন সাধারণ মানুষও ওই হানায় জখম হয়েছিলেন। এনিয়ে জম্মু-কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলায় সেনাকর্মীর মৃত্যুতে ফের একবার নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পড়েছে।
সেনা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডোডার আস্সার এলাকার শিবগড়-আস্সার অঞ্চলে ঘন জঙ্গলে জঙ্গিরা ঘাঁটি গেড়েছে। এরকম খবর পেয়ে সেনা-পুলিশ যৌথ বাহিনী এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। তখনই অতর্কিতে জঙ্গলের ভিতর থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তাতেই নিহত হন ওই ক্যাপ্টেন। গুলির লড়াইয়ে ৪ জঙ্গিকে নিকেশ করা গিয়েছে বলে অনুমান সেনাবাহিনীর। তবে এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ওই এলাকা থেকে নিরাপত্তা বাহিনী একটি মার্কিন অত্যাধুনিক রাইফেল এম ফোর এবং তিনটি রুকস্যাক উদ্ধার করেছিল। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ৪৮ রাষ্ট্রীয় রাইফেলসের এক ক্যাপ্টেন জঙ্গি গুলিতে মারা গিয়েছেন। চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ডোডা সহ জম্মু-কাশ্মীরের জঙ্গি দমন অভিযান নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেন। স্বাধীনতা দিবসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজনাথ ওইদিন সকালেই একটি বৈঠক ডেকেছিলেন। সরকারি সূত্র জানিয়েছে, ওই বৈঠকে প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সেনা অভিযানের ডিজি লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা প্রমুখ যোগ দিয়েছিলেন।
সম্প্রতি কিছুকাল ধরে দীর্ঘদিন শান্ত থাকা জম্মুতে জঙ্গিরা উপদ্রব শুরু করেছে। পিরপাঞ্জালের দক্ষিণাংশে ঘন জঙ্গলে ঘেরা এলাকায় সীমান্ত পেরিয়ে পাক জঙ্গিরা ঢুকেছে বলে গোয়েন্দা সূত্রের খবর। তাই তাদের কবজা করতে কেন্দ্রীয় সরকার প্রচুর পরিমাণে সিআরপিএফ জওয়ান মোতায়েন করেছে জম্মু সেক্টরে।