শেষ আপডেট: 29th August 2024 12:20
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ অবস্থা গুজরাতের। লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি রাজ্যজুড়ে। কোনও কোনও জায়গা ১০-১২ ফুট জলের তলায় চলে গেছে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ২৯ জনের। এই অবস্থায় ভদোদারার এক বাড়ির ছাদে দেখা গেল কুমির! সেই ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, অন্য এক এলাকার বাড়ির মধ্যেও কুমির ঢুকে গেছে বলে।
ভদোদরা সহ একাধিক শহরের বহু এলাকা এবং গ্রাম গত কয়েকদিন ধরে জলের তলায় রয়েছে। এই পরিস্থিতির মধ্যে বাড়ির ছাদে কুমির দেখতে পাওয়ার ঘটনা আরও আতঙ্ক সৃষ্টি করেছে। এমনিতেই প্রতিদিনই রাজ্যের কোনও না কোনও প্রান্ত থেকে মৃত্যুর খবর আসছে। কেউ জমা জলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যাচ্ছেন, কেউ বজ্রাঘাতের কারণে, আবার কেউ বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। এখন কুমিরের কারণে কারও মৃত্যু হতে পারে বলেও আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ।
বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে চমকে যান ভদোদরার ফতেহগঞ্জের বাসিন্দারা। রাস্তায় ১৫ ফুট লম্বা কুমির ঘুরতে দেখেন তাঁরা। সেটাই স্থানীয় একজনের বাড়িতেও ঢুকে গেছিল। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। তবে সঙ্গে সঙ্গে বন দফতরকে খবর দেওয়া হলে তাঁদের আধিকারিকরা এসে ওই কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যান। বুধবার ওই এলাকা থেকেই ১১ ফুটের আরও একটি কুমির উদ্ধার হয়েছিল।
VIDEO | Gujarat Rains: Crocodile spotted at roof of a house as heavy rainfall inundate Akota Stadium area of Vadodara.
— Press Trust of India (@PTI_News) August 29, 2024
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz)#GujaratRains #GujaratFlood pic.twitter.com/FYQitH7eBK
অন্যদিকে ভদোদরার আকোটা স্টেডিয়াম অঞ্চলের একটি বাড়ির ছাদে কুমির দেখা গেছে। জমা জলে ভাসতে ভাসতেই তা বাড়ির ভিতর ঢুকে পড়ে। কারণ ওই অঞ্চলে একাধিক বাড়ি কার্যত জলের তলায় রয়েছে। ভদোদোরার অধিকাংশ বাসিন্দারা স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করেছেন, তাঁদের বাড়ি-ঘর থেকে জল নামছেই না। প্রশাসনকে জানানো হলেও তাঁদের তরফে কেউ সাহায্য করতে আসেনি। এদিকে তাঁরা কেউই বাড়ির বাইরে বেরতে পারছেন না।
এর মধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাসে আশঙ্কায় সিঁটিয়ে গিয়েছে গোটা গুজরাত। আরও ভারী বৃষ্টির সতর্কতা দিয়ে মৌসম ভবনের তরফে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ১১টি জেলায়। হলুদ সতর্কতাও জারি ২২ জেলায়। এই পরিস্থিতিতে বন্যার জল নর্মদা খালে ফেলবে না বিশ্বমিত্রি নদীতে, সেটাই এখনও ভেবে উঠতে পারেনি সরকার। তাই সমস্যা আরও গভীর হচ্ছে বলে মত অনেকের।
গুজরাতের স্বাস্থ্য মন্ত্রক অবশ্য এও জানিয়েছে, বিশ্বমিত্রি নদীর জল বিপদসীমা ছাড়িয়ে চলে গেছে এখনই। তাই সেখানে নতুন করে জল ছাড়া মানে আরও বেশি বিপদ ডেকে আনা। তাই নর্মদা খালেই জল ফেলা হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।