Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন
Rahul Gandhi

সেনার সমালোচনা বাক স্বাধীনতা নয়, রাহুলের আর্জি খারিজ করে বলল কোর্ট, হাত শক্ত হল বিজেপির

উচ্চ আদালতের বক্তব্য, সংবিধানের ১৯ (১) অনুচ্ছেদে (article 19 (1) উল্লেখিত বাক স্বাধীনতা প্রয়োগের ক্ষেত্রেও সীমা লঙ্ঘন করা যাবে না।

সেনার সমালোচনা বাক স্বাধীনতা নয়, রাহুলের আর্জি খারিজ করে বলল কোর্ট, হাত শক্ত হল বিজেপির

ফাইল ছবি।

শেষ আপডেট: 5 June 2025 04:29

দ্য ওয়াল ব্যুরো: বাক স্বাধীনতা (Freedom of Speech) সীমাহীন নয়। ভারতের প্রত্যেক নাগরিককেই সংবিধানিক অধিকার (Constitutional rights) প্রয়োগের সময় যুক্তিসম্মত সীমাবদ্ধতার দিকটিও বিবেচনায় রাখতে হবে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) উদ্দেশে এক মামলায় এই মন্তব্য করেছে এলাহাবাদ হাই কোর্ট (Allahabad high court)। উচ্চ আদালতের বক্তব্য, সংবিধানের ১৯ (১) অনুচ্ছেদে (article 19 (1) উল্লেখিত বাক স্বাধীনতা প্রয়োগের ক্ষেত্রেও সীমা লঙ্ঘন করা যাবে না।

রাহুল গান্ধীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাটিতে সেনা বাহিনীকে (Indian defence force) অমর্যাদা করার অভিযোগ আনা হয় উত্তর প্রদেশের এক আদালতে। নিম্ন আদালত গত ফেব্রুয়ারিতে রাহুল গান্ধীকে সশরীকে আদালতে হাজির হয়ে নিজের বক্তব্য পেশ করতে বলে। কংগ্রেস নেতা সেই আদেশ এবং মামলাটি পুরোপুরি খারিজের আবেদন নিয়ে এলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হন। হাই কোর্টের বিচারপতি সুভাষ বিদ্যার্থী রাহুলের আর্জি খারিজ করে দিয়েছেন।

তিন বছরের পুরনো একটি মামলায় এলাহাবাদ হাই কোর্ট এই রায় দিলেও ওয়াকিবহাল মহল মনে করছে, উচ্চ আদালতের পর্যবেক্ষণ বিজেপির হাত শক্ত করবে। অপারেশন সিঁদুর অভিযান নিয়েও রাহুল গান্ধী সেনা বাহিনীর সাফল্যের বিষয়ে প্রশ্ন তুলেছেন। বিজেপি ইতিমধ্যে কংগ্রেস নেতার বিরুদ্ধে দেশের বিরোধিতার অভিযোগ এনেছে। বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিৎ পাত্র এমনকী রাহুলকে পাকিস্তানের বেতনভুক দালাল পর্যন্ত বলেছেন। আদালতের পর্যবেক্ষণ তুলে ধরে পদ্ম শিবির এবার রাহুলকে আক্রমণ জোরদার করতে পারবে।

লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে মামলাটি করেছেন উদয় শঙ্কর শ্রীবাস্তব। তিনি বর্ডার রোডস অর্গানাইজেশনের অবসরপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল। পদটি সেনাবাহিনী কর্নেলের সমতুল। বর্ডার রোডস অর্গানাইজেশন মূলত দুর্গম সীমান্ত এলাকায় সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে কাজ করে।

শ্রীবাস্তব মামলায় বলেছেন, রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় অরুণাচলের সীমান্তে দাঁড়িয়ে পূর্ব লাদাখে চিনা সৈন্যের হাতে ভারতীয় সেনার নিহত হওয়ার ঘটনাটি এমনভাবে বর্ণনা করেছেন যা ভারতের প্রতিরক্ষা বাহিনীকে অবমাননার শামিল। কংগ্রেস নেতার বিরুদ্ধে সেনাকে অবমাননার মামলা দায়ের করেন তিনি।

এলাহাবাদ হাই কোর্টের বিচারপতির মতে, সেনা বাহিনীর সমালোচনা করার অভিযোগ উঠে থাকলে সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্য জানানোই যথার্থ হবে। নিম্ন আদালত রাহুল গান্ধীকে তলব করে ভুল কিছু করেনি। এই মামলাতেই বিচারপতি বলেছেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যসত্য নিম্ন আদালত বিচার করবে। কিন্তু তিনি যেহেতু উচ্চ আদালতের কাছে আইনি সমস্যা থেকে নিষ্কৃতি দাবি করেছেন, তাই আদালত স্মরণ করিয়ে দিতে চায়, মৌলিক অধিকারও সীমাহীন নয়। কথা বলার সময় সংযম জরুরি।


ভিডিও স্টোরি