রণবীর আল্লাবাদিয়া।
শেষ আপডেট: 11th February 2025 11:34
এমন বিতর্কের পরিপ্রেক্ষিতে মুম্বই পুলিশের কাছে রণবীর আল্লাবাদিয়া, সময় রায়না এবং শো-এর আয়োজকদের বিরুদ্ধে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, এই শো-তে মজা করার নামে যে ধরনের ভাষা ও কনটেন্ট ব্যবহার করা হয়েছে, তা ভারতীয় সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের উপর আঘাত ছাড়া কিছু নয়।
এছাড়া, মহারাষ্ট্রের মহিলা কমিশনও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, 'এই ধরনের কনটেন্ট নারীদের প্রতি অসম্মানজনক এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটায়। বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।'
বিতর্ক তীব্র আকার ধারণ করতেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইউটিউবকে বিষয়টি পর্যালোচনা করতে বলে। সরকারের তরফে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়, এই ধরনের বিষয়বস্তু ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করা হলে তা তরুণ সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এই নির্দেশ পাওয়ার পরই শো-এর বিতর্কিত পর্বটি ইউটিউব থেকে মুছে ফেলা হয়। তবে, অনেকেই ভিডিওটি আগেই ডাউনলোড করে রাখায় তা এখনও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এবং বিতর্কও বেড়ে উঠছে।
কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ এই বিষয়টি নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, 'এটি বিনোদন নয়, এটি কুরুচিপূর্ণ চিন্তাধারার প্রকাশ। এ ধরনের মন্তব্য আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে।'
এদিকে, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস বলেন, 'আমি পুরো বিষয়টি দেখিনি, তবে যেটুকু শুনেছি, তা অত্যন্ত অনভিপ্রেত। বাকস্বাধীনতার নামে এই ধরনের কুরুচিপূর্ণ কনটেন্ট গ্রহণযোগ্য নয়।'
বিতর্ক বাড়তে থাকায় রণবীর আল্লাবাদিয়া একটি ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, 'আমি উপলব্ধি করেছি, যে আমার মন্তব্য একেবারেই অপ্রাসঙ্গিক ছিল। আমার কথাগুলো মোটেও মজার ছিল না। আসলে, কমেডি আমার স্ট্রং পয়েন্ট নয়। আমি সত্যিই দুঃখিত।'
তবে তাঁর এই ক্ষমাপ্রার্থনায় মোটেই সমালোচনার বরফ গলেনি। সামাজিক মাধ্যমে বেশিরভাগ লোকজনই বলছেন, ক্ষমা চেয়ে এই ঘটনার গুরুত্ব লঘু করে ফেলা যাবে না। কিছু মানুষ তাঁর বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছেন।
এখানেই শেষ নয়। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হতে পারে। বিজেপির কয়েকজন সাংসদ জানিয়েছেন, তারা সংসদে বিষয়টি উত্থাপন করবেন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে এমন কনটেন্টের বিরুদ্ধে আরও কঠোর নিয়ম চালুর দাবি তুলবেন।
সব মিলিয়ে, রণবীর আল্লাবাদিয়ার বিরুদ্ধে করা মন্তব্য যে কেবল একটি বিতর্কের জন্ম দিয়েছে তাই নয়, সেই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্টের নৈতিকতা ও সীমারেখা নিয়েও নতুন করে আলোচনা তৈরি করেছে। সরকার, আইনপ্রয়োগকারী সংস্থা ও সমাজের বিভিন্ন অংশ এখন নজর রাখছে, এ ধরনের ঘটনা রুখতে ভবিষ্যতে কী ব্যবস্থা নেওয়া হয়।