শেষ আপডেট: 13th March 2025 14:08
দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীর বৌদির সঙ্গে প্রেম! বাধা হয়ে দাঁড়ানোয় শ্যালককে খুন করলেন যুবক। ঘটনা মধ্যপ্রদেশের। অভিযুক্ত নবরত্ন গুপ্তকে মোবাইল নম্বর ট্র্যাক করে পাকড়াও করেছে পুলিশ।
৩০ বছর বয়সি সোনু গুপ্তের দেহ মধ্যপ্রদেশের এক কলেজের কাছে উদ্ধার হয়। অভিযুক্ত নবরত্ন গুপ্ত সোনুর সম্পর্কে বোনের বর। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায়, শেষ কিছুদিন নিয়মিত সোনুর বাড়িতে যাতায়াত করেছেন অভিযুক্ত। বাড়িতে না ঢুকলেও আশপাশ রেইকি করেছেন ভালভাবে। পুলিশ তথ্য সংগ্রহ করে নবরত্নের অবস্থান মুম্বইতে জানতে পারে এবং সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশি জেরায় নবরত্ন খুনের কথা শিকার করেন। প্রেমে বাধা হওয়ায় সোনুকে পৃথিবী থেকে সরিয়ে দেন তিনি। হঠাৎ খুন করেছেন এমন এক্ষেত্রে হয়নি। রীতিমতো পরিকল্পনা করে খুন করা হয়। ক্রাইম পেট্রল দেখে খুনের পরিকল্পনা করেন এবং পুলিশের চোখে ধুলো দেওয়ার কৌশলও সেখান থেকেই শেখেন।
মুম্বই থেকে প্রথমে ভোপাল যান নবরত্ন। যাওয়ার আগে নিজের মোবাইল ফোন বন্ধ করে দেন, যাতে তাঁকে ট্র্যাক করা না যায়। এরপর এক অপরিচিত ব্যক্তির ফোন থেকে সোনুকে ফোন করে দেখা করতে বলেন।
তদন্ত ভুল পথে চালিত করতে তিনি খুনের আগে এক দোকান থেকে চুড়ি ও প্রসাধনী সামগ্রী কিনে তা ঘটনাস্থলে ফেলে আসেন। যাতে পুলিশের সন্দেহ সোনুর প্রেমিকার দিকে যায়। যদিও নবরত্নর সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়। সিসিটিভি ফুটেজ ও ফোনের কল রেকর্ডের মাধ্যমেই তাঁকে ধরা হয়। আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। তদন্ত চলছে।