শেষ আপডেট: 4th November 2024 12:06
দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন আগে ঘূর্ণিঝড় দানা প্রভাবের আশঙ্কায় দুদিন বন্ধ করে দেওয়া হয়েছিল পুরীর জগন্নাথ মন্দির। এবার সেই মন্দির নিয়েই আরও চাঞ্চল্য ছড়াল। কারণ জগন্নাথ মন্দিরের দেওয়ালে একাধিক ফাটল দেখা গেছে। বেশ কিছুটা অংশ জুড়ে পড়েছে শ্যাওলাও। বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই প্রতিনিধিদের ডাকা হয়েছে।
মূল জগন্নাথ মন্দিরের দেওয়ালে ফাটল ধরেনি। এই মন্দিরের চারদিক ঘিরে যে দেওয়াল রয়েছে তাতে ফাটল ধরেছে। এই দেওয়ালের নাম 'মেঘনাদ পচেরী'। মূল মন্দিরকে এই দেওয়াল রক্ষা করে বলেই ভক্তদের বিশ্বাস। তাই এই দেওয়ালে ফাটল ধরার খবরে স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে জগন্নাথের ভক্ত মহলে। ঠিক কী কারণে এই ফাটল ধরল তা স্পষ্ট হচ্ছে না এখনও। তবে অনুমান করা হচ্ছে, এএসআই কর্তৃপক্ষ খুব শীঘ্রই ফাটলের কারণ জানাতে সক্ষম হবে।
ভক্তদের মধ্যে কৌতূহল আচমকা এই মন্দিরের দেওয়ালে কীভাবে ফাটল দেখা দিল? মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, জগন্নাথ মন্দিরের ভিতরে আনন্দবাজার নামে একটি জায়গা রয়েছে। এখান থেকে প্রসাদ বিলি করা হয়। দীর্ঘদিন ধরে এই অঞ্চল থেকেই নোংরা জল ওই দেওয়াল চুঁইয়ে চুঁইয়ে পড়ছে বলে জানা গেছে। তা থেকেই ফাটল বলে সন্দেহ। আর ফাটলের মধ্যে জল ঢুকে থাকায় তা যে আরও বাড়বে সেই আশঙ্কাও রয়েছে।
মন্দিরের যে কোনও কাজ, দেখভালের ভার এএসআই-এর ওপর রয়েছে। কর্তৃপক্ষ মনে করছে, তাঁদের অনুমতি ছাড়া হয়তো মন্দিরের ভিতরে কোনও কাজ করা হয়েছে। তাই এই ফাটল। গোটা বিষয়টির আলাদা করে তদন্ত করছে ওড়িশা সরকার। জল জমে জমে শ্যাওলাও পড়ে দেওয়ালের ফাটল আরও পুরু হচ্ছে। অল্প সময়ের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। তাই যত দ্রুত সম্ভব ফাটলগুলির মেরামত করতে তৎপর হয়েছে ওড়িশা সরকার।