শেষ আপডেট: 17th February 2025 19:49
দ্য ওয়াল ব্যুরো: সাক্ষাৎ যেন ঈশ্বরের দূত হয়ে এলেন তাঁরা। বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনে হৃদরোগে আক্রান্ত এক যাত্রীর প্রাণ বাঁচালেন রেল পুলিশের কর্মীরা।
কোভিড পরবর্তীতে হার্ট অ্যাটাকের বহু ঘটনা দেখা যাচ্ছে। কমবয়সীদের মধ্যেই এই প্রবণতা বাড়ছে। অনিয়মিত খাওয়া, কম ঘুম, অতিরিক্ত স্ট্রেস- এমন নানা কারণে বেড়ে চলেছে হৃদরোগের সমস্যা।
सराहनीय कार्य।
— Naseem Ahmad Journalist NDTV (@NaseemNdtv) February 17, 2025
वाराणसी कैंट रेलवे स्टेशन पर यात्री अजय बौरी को हार्ट अटैक आने पर ज़ीआरपी इंस्पेक्टर हेमंत कुमार 34 वीं पीएसी नायक सुधीर सिंह औऱ गोविंद चौबे ने सीपीआर देकर बचाई जान,जिसका वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है।@varanasipolice @dgpup@upgrphq pic.twitter.com/opx5u8YLeM
সদ্য বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনে অজয় বাউরি নামে এক যাত্রী হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। ব্যথায় লুটিয়ে পড়েন মাটিতে। সময় নষ্ট করেননি রেল পুলিশের তিন অফিসার। তড়িঘড়ি ছুটে এসে ওই যাত্রীকে সিপিআর দেওয়া শুরু করেন তাঁরা।
যেন ইশ্বরের দূত হয়ে এসে যাত্রীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন রেল পুলিশকর্মীরা। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে মাটিতে অচৈতন্য অবস্থায় শুয়ে রয়েছেন ওই যাত্রী। এক অফিসার পা ডলে দিচ্ছেন। আর বাকি দু'জন বুকে চাপ দিয়ে তাঁকে জাগানোর চেষ্টা করছেন।
খানিকক্ষণ সিপিআর দেওয়ার পর অসুস্থ যাত্রী চোখ মেলে তাকালে আশ্বস্ত হন স্টেশনে উপস্থিত সকলে। গোটা ঘটনার ভিডিও দেখে ওই তিন অফিসারকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা।