শেষ আপডেট: 2nd November 2024 20:01
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির পরের দিন গোবর্ধন পুজোর রীতি আছে। আর এই পুজোর দিনই ভারতের এক গ্রামে আজব নিয়ম পালিত হয়। রাস্তায় উপুর হয়ে শুয়ে থাকেন ভক্তরা, তাদের ওপর দিয়ে পরপর হেঁটে যায় গরু! তাঁরা মনে করেন, এই রীতি মানলে সকলের মনে ইচ্ছে পূরণ হবে।
মধ্যপ্রদেশের উজ্জ্বয়ন জেলার ভিরাওয়াড় গ্রামের বাসিন্দারা এই রীতি মেনে আসছেন বছরের পর বছর। পুজোর দিন সকালে স্নান করে ভক্তরা মণ্ডপ চত্বরে চলে আসেন। তারপর ঢাক-ঢোল বাজিয়ে শুরু হয় সকালের পুজো। তা শেষ হতেই ঢাক বাজিয়েই গোটা গ্রামজুড়ে শোভাযাত্রা করেন মানুষ।
শোভাযাত্রা শেষ হওয়ার পর এক দফা পুজো হয়। এই পুজোর সম্পন্ন হওয়ার পর গ্রামের সব গরুদের এক জায়গায় নিয়ে আসার ব্যবস্থা করা হয়। তারপর শুরু হয় আসল রীতি।
একে একে ভক্তরা শুয়ে পড়েন রাস্তার ওপর। তারপর গরুগুলিকে নিজেদের মতো ছেড়ে দেওয়া হয়। তারা একে একে ভক্তদের শরীরের ওপর দিয়ে হেঁটে বা দৌড়ে চলে যায়। যতক্ষণ না পর্যন্ত সব গরু হেঁটে চলে যাচ্ছে ততক্ষণ কেউ রাস্তা থেকে ওঠেন না।
গোটা প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর নাচের মাধ্যমে রীতি সম্পন্ন করেন ভক্তরা। বেশ কিছুক্ষণ ধরে চলে এই উৎসব। অন্যান্য গ্রামের বাসিন্দারা তো বটেই পর্যটকরাও এই গ্রামের আজব রীতি দেখতে অনেক দূর থেকে আসেন।