সিরামের (Serum Institute of India) তরফে এই মন্তব্য এমন সময় এসেছে যখন কর্নাটকের (Karnataka Death) হাসান জেলায় মাত্র এক মাসে ৫০০-র বেশি মানুষের আকস্মিক মৃত্যু হয়।
প্রতীকী ছবি
শেষ আপডেট: 3 July 2025 12:05
দ্য ওয়াল ব্যুরো: করোনা অতিমারির (Covid Pandemic) সময় ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কোভিশিল্ড টিকা কতটা নিরাপদ, এনিয়ে নানা প্রশ্ন উঠেছে। অনেক ক্ষেত্রে দাবি করা হয়েছিল, এই টিকা নেওয়ার পরই হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে। তবে এর জবাবে ভ্যাকসিন নির্মাণকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (Serum Institute of India) তরফের জানিয়ে দেওয়া হল, কোভিশিল্ড (Covishield) সম্পূর্ণ নিরাপদ এবং এটি কোনওভাবে হার্টঅ্যাটাকে (Heart Attack) মৃত্যুর কারণ নয়।
ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ (ICMR) ও এইমস-এর (AIIMS) সাম্প্রতিক গবেষণার ফলাফলকেও সমর্থন করেছে সিরাম। তাদের এক্স-এ হ্যান্ডেলে একটি বিবৃতিতে লেখা হয়, 'করোনা টিকা নিরাপদ এবং বিজ্ঞানসম্মতভাবে যাচাই করা হয়েছে। অতিমারির সময় কোটি কোটি ভারতীয়ের শরীরে এই টিকা প্রয়োগ হয়েছিল।'
সিরামের (Serum Institute of India) তরফে এই মন্তব্য এমন সময় এসেছে যখন কর্নাটকের (Karnataka Death) হাসান জেলায় মাত্র এক মাসে ৫০০-র বেশি মানুষের আকস্মিক মৃত্যু হয়। এরপরই আশঙ্কা ছড়ায়, কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়ায় এই মৃত্যু হয়েছে। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বক্তব্যের সূত্র ধরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে স্পষ্ট জানায়, করোনা টিকা ও হৃদরোগে মৃত্যুর মধ্যে কোনও প্রমাণিত সংযোগ নেই।
কী বলছে গবেষণা?
আইসিএমআর (ICMR) ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ এপিডেমিওলজির (National Institute of Epidemiology) যৌথ গবেষণায় ভারতের ১৯টি রাজ্যের ৪৭টি হাসপাতালে প্রাপ্তবয়স্কদের (১৮-৪৫ বছরের মধ্যে) আকস্মিক মৃত্যুর কারণ খতিয়ে দেখা হয়। ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানান, করোনা টিকা নেওয়ার ফলেই যে মৃত্যু বেড়েছে, এমন কোনও তথ্য নেই।
মৃত্যুর সম্ভাব্য কারণগুলিকে খতিয়ে দেখা হচ্ছে এই গবেষণায়। প্রাথমিক তথ্য বলছে, হৃদরোগ বা হার্ট অ্যাটাকই প্রধান কারণ। কিছু ক্ষেত্রে জেনেটিক মিউটেশন বা বংশগত কারণকেও দায়ী করা হচ্ছে। ভারতের টিকাকরণ কর্মসূচি মূলত কোভিশিল্ড ও কোভ্যাকসিনের উপর নির্ভর করেই পরিচালিত হয়েছিল। প্রায় একশো কোটির বেশি মানুষকে এই দুটি ভ্যাকসিন দেওয়া হয়েছিল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আরও এক বিবৃতি দিয়ে জানিয়েছিল, এই টিকাগুলি নিয়েই জরুরি গবেষণা হয়েছে। এগুলি এখনও সম্পূর্ণ নিরাপদ বলেই প্রমাণিত। সঠিক তথ্য ছড়িয়ে টিকা-ভিত্তিক ভুল ধারণা দূর করাই এখন তাঁদের অন্যতম লক্ষ্য।