যোগগুরু রামদেব (Baba Ramdev) প্রতিষ্ঠিত সংস্থা পতঞ্জলি (Patanjali) আয়ুর্বেদের জরিমানা (GST Penalty) মকুবের আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)।
জরিমানার ২৭৩.৫০ কোটি টাকা দিতেই হবে রামদেবের সংস্থাকে
শেষ আপডেট: 3 June 2025 10:26
দ্য ওয়াল ব্যুরো: যোগগুরু রামদেব (Baba Ramdev) প্রতিষ্ঠিত সংস্থা পতঞ্জলি (Patanjali) আয়ুর্বেদের জরিমানা (GST Penalty) মকুবের আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। জিএসটি আইন লঙ্ঘনের অভিযোগে ২৭৩.৫০ কোটি টাকার জরিমানার নোটিস পেয়েছিল। যার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানায় পতঞ্জলি। বলে, ফৌজদারি আদালতে বিচারের মাধ্যমে এই ধরনের জরিমানা আরোপ করা যায়। যদিও আদালত স্পষ্টত জানিয়ে দিয়েছে জিএসটি আইনের ১২২ নম্বর ধারা অনুযায়ী ফৌজদারি আদালতে বিচার ছাড়াই জরিমানা করা যায়।
পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড, জিএসটি আইনের লঙ্ঘনের অভিযোগে কর কর্তৃপক্ষের তরফে ২৭৩.৫০ কোটি টাকার জরিমানার নোটিস পেয়েছিল। কোম্পানির বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা কর ফাঁকি, ভুল হিসাব দেখানো এবং জিএসটি নিয়ম লঙ্ঘন করেছে।
এই জরিমানার বিরুদ্ধে পতঞ্জলি এলাহাবাদ হাইকোর্টে আবেদন করে, যুক্তি খাড়া করে বলে, ফৌজদারি আদালতে বিচারের মাধ্যমে এই ধরনের জরিমানা আরোপ করা যায়। কিন্তু সেই যুক্তি অস্বীকার করে উচ্চ আদালত। জানিয়ে দেয়, জিএসটি আইনের ১২২ নম্বর ধারাতে বলাই আছে, ফৌজদারি আদালতে বিচার ছাড়াই জরিমানা করা যায়।
বিচারপতি শেখর বি সরাফ এবং বিচারপতি বিপিনচন্দ্র দীক্ষিতের বেঞ্চ বলে জিএসটি আইনের ধারা স্পষ্টভাবে কর লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা আরোপের জন্য প্রয়োজনীয় পদ্ধতি রয়েছে এবং এই পদ্ধতি ফৌজদারি বিচার ব্যবস্থার থেকে আলাদা।
বস্তুত, মিথ্যে বিজ্ঞাপন-সহ নানা ভাবে ফেঁসে থাকার পাশাপাশি এলাহাবাদ হাইকোর্টের এই রায় পতঞ্জলির (patanjali) জন্য একটি বড় ধাক্কা তো বটেই। কারণ এখন রামদেব প্রতিষ্ঠিত সংস্থাকে জরিমানা বাবদ ২৭৩.৫০ কোটি টাকা দিতেই হবে।