শেষ আপডেট: 11th March 2025 19:30
দ্য ওয়াল ব্যুরো: আবগারি মামলায় জেল খাটতে হয়েছে তাঁকে। পরে মুক্তি পেলেও হতাশা পিছু ছাড়েনি অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। বিধানসভা ভোটে বিজেপির কাছে পর্যুদস্ত হতে হয়েছে তাঁর দলকে। এতকিছুর পর এখন আরও চাপে পড়লেন তিনি। কারণ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর (FIR) করার নির্দেশ দিয়েছে আদালত (Delhi Court)। তাঁর বিরুদ্ধে জনগণের টাকা নয়ছয় করার অভিযোগ রয়েছে।
গত মাসে বিজেপির কাছে শুধু আম আদমি পার্টি হারেনি, কেজরিওয়ালও তাঁর আসন থেকে হেরে গেছিলেন। বিষয়টির রেশ তাঁর মনে এখনও বহাল রয়েছে কিনা বলা মুশকিল, তবে দিল্লির আদালতের নয়া নির্দেশে তাঁর যে নতুন করে অস্বস্তি বেড়েছে তা বলাই যায়। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর এবং আপের আরও ২ জন নেতার বিরুদ্ধে জনগণের অর্থের অপব্যবহার করার অভিযোগ এফআইআর করার নির্দেশ দিয়েছে।
অরবিন্দ কেজরিওয়াল ছাড়া আপ নেতা গুলাব সিং এবং নিকিতা শর্মার বিরুদ্ধে এফআইআর করতে বলেছে আদালত। দিল্লি পুলিশকে কোর্টের নির্দেশ, আগামী ১৮ মার্চের মধ্যে রিপোর্ট দাখিল করতে হবে। আসলে এই মামলাটি ২০১৯ সালের। সেই সময়ে নিম্ন আদালত দিল্লি পুলিশের আর্জি খারিজ করে দিয়েছিল। এখন নতুন করে আদালতের নির্দেশে চাপ বাড়ল কেজরিওয়ালের।
দিল্লিতে যেদিন থেকে আপ ক্ষমতায় রয়েছে সেদিন থেকে বিজেপি জনগণের টাকা নয়ছয়ের অভিযোগ তুলে এসেছে। দাবি, জনগণের টাকা নষ্ট করে একাধিক এলাকায় বড় বড় হোর্ডিং লাগিয়েছে কেজরির দল। অভিযোগ, রাজনৈতিক প্রচারে সরকারি তহবিলের কোটি কোটি টাকা বিজ্ঞাপনের জন্য খরচ করেছিল আম আদমি পার্টি। গত বছরের জানুয়ারি মাসে তথ্য সম্প্রচার মন্ত্রক আপকে সুদসহ প্রায় ১৬৪ কোটি টাকা ফেরতও দিতে বলেছিল।
বিজেপির আরও অভিযোগ, চলতি বছর ভোটের আগে প্রচারের জন্য বরাদ্দ টাকার থেকে বেশি অর্থ ব্যয় করেছিল আপ। দাবি করা হয়, একটি প্রকল্পের জন্য ৫৪ কোটি টাকা বরাদ্দ হলেও আপ খরচ করেছিল প্রায় ৮০ কোটি টাকা। অন্য একটি প্রকল্পের জন্য ২ কোটি বরাদ্দ হলেও আপ নাকি খরচ করে প্রায় ২৮ কোটি! এই বাড়তি টাকার উৎস কী তা জানতে চেয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে কেজরির দল।