রাজনৈতিক ভাষ্যকার অভিজিৎ আইয়ার-মিত্রকে ৫ ঘণ্টার মধ্যে সেই পোস্টগুলি মুছে ফেলতে নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট।
শেষ আপডেট: 21 May 2025 13:31
দ্য ওয়াল ব্যুরো: নিউজলন্ড্রির ম্যানেজিং এডিটর মনীষা পাণ্ডে এবং আরও আটজন মহিলা সাংবাদিককে উদ্দেশ্য করে করা একাধিক মানহানিকর পোস্টের জন্য রাজনৈতিক ভাষ্যকার অভিজিৎ আইয়ার-মিত্রকে ৫ ঘণ্টার মধ্যে সেই পোস্টগুলি মুছে ফেলতে নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট।
২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে এক্স হ্যান্ডেলে এই পোস্টগুলি করা হয়েছিল। উচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, "সভ্য সমাজে এই ধরনের ভাষা ব্যবহার একেবারেই গ্রহণযোগ্য নয়।"
হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে ওই মামলাটির শুনানি হয়েছে। অভিযোগকারীদের দাবি, অভিজিৎ আইয়ার-মিত্র তাঁদের "বেশ্যা" বলে মন্তব্য করেছেন এবং নিউজলন্ড্রিকে "বেশ্যালয়" বলে গালমন্দ করেছেন। মহিলা সাংবাদিকরা অভিজিৎ আইয়ার মিত্রর থেকে লিখিত ক্ষমাপত্র ও ২ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন।
ওই মামলার শুনানিতেই দিল্লি হাইকোর্ট জানিয়েছে, "পটভূমি যাই হোক না কেন, মহিলাদের উদ্দেশ্য করে এমন ভাষা কি কোনওভাবেই সমাজে গ্রহণযোগ্য হতে পারে?"
আদালতের তরফে আরও জানানো হয়, যদি অভিজিৎ আইয়ার-মিত্র নির্দিষ্ট সময়ের মধ্যে ওই পোস্টগুলি না মুছে ফেলেন, তবে স্বতঃপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাঁকে হেফাজতে নেওয়া হতে পারে।
অভিজিতের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই। তিনি জানান, অভিজিৎ আইয়ার-মিত্রের কিছু বক্তব্য আদালতের সামনে রাখার ছিল, তবে স্বীকার করেন যে, "এই শব্দচয়ন এড়ানো যেত।"
আইনজীবীর আশ্বাসের ভিত্তিতে আদালত আপাতত অন্তর্বর্তী আদেশ জারি না করে শুনানি স্থগিত রেখেছে এবং নির্দেশ দেয়, আগামী ৫ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে পোস্টগুলি মুছে ফেলতেই হবে।