শেষ আপডেট: 25th October 2024 21:05
দ্য ওয়াল ব্যুরো: বিতর্কিত জ্ঞানবাপী মসজিদের সব জায়গায় ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা এএসআই-কে দিয়ে সমীক্ষা করানো যাবে না। শনিবার হিন্দু পক্ষের আর্জি খারিজ করে স্পষ্ট জানিয়ে দিল বারাণসীর আদালত।
গোটা জ্ঞানবাপী মসজিদ চত্বরের পুরাতাত্ত্বিক সমীক্ষার দাবি জানিয়ে বারাণসী আদালতের দ্বারস্থ হয়েছিল হিন্দুপক্ষ। তাঁদের আইনজীবী বিকাশ শঙ্কর রাস্তোগি আদালতে জানান, মসজিদের নিচে ১০০ ফুটের একটি বিশাল শিবলিঙ্গ ও একটি স্নানঘর রয়েছে। এএসআইকে দিয়ে পুরো জায়গার সমীক্ষা চালানো হোক।
কারণ হিসাবে আইনজীবী আরও জানিয়েছেন, আগেরবার সমীক্ষার সময় এএসআই ওই জায়গাগুলো বাদ দিয়েছিল। আদালত সেই আর্জিতে সাড়া না দিয়ে পরিষ্কার জানিয়েছে, এটা নতুন করে কিছুতেই সম্ভব নয়। আদালতের রায়ে খুশি না হয়ে এলাহবাদ হাইকোর্টে যাওয়ার ভাবনা হিন্দু পক্ষের।
আদালত পরিষ্কার জানিয়েছে, এএসআই-এর পাঠানো জরিপের যে আসল রিপোর্ট তা এখনও পরীক্ষা করা হয়নি। পাশাপাশি যে শিবলিঙ্গ উদ্ধার হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে সেটিও সুরক্ষিত রয়েছে।
আদালতের নির্দেশ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট নন-ইনভেসিভ পদ্ধতি ব্যবহার করে সমীক্ষার যে নির্দেশ দিয়েছে তাতে স্পষ্ট জানানো হয়েছে জরিপের জন্য কোনও খোঁড়াখুঁড়ি করা যাবে না। এতে সম্পত্তির ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পাশাপাশি স্পষ্ট করে দেওয়া হয়েছে এএসআইয়ের সমীক্ষা রিপোর্ট পরীক্ষার পরই কোনও সিদ্ধান্তে পৌছনো যাবে। এখনই কিছু বলা সম্ভব নয়।
এদিন হিন্দু পক্ষের আবেদনের বিরোধিতা করেছে অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। তাঁদের দাবি, এলাহাবাদ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই এই বিষয়ে হস্তক্ষেপ করেছে। দুই আদালতই কোনও খননকার্যের নির্দেশ দেয়নি। জঙ্গানবাপীর যাতে কোনওরকম ক্ষতি না হয় সেই নির্দেশ দেওয়া হয়েছিল।
গত ১৯ অক্টোবর সওয়াল জবাব শেষে এই মামলা স্থগিত রেখেছিল আদালত। সোমবার হিন্দুপক্ষের আবেদন খারিজ করে দিলেন বারাণসীর সিনিয়র ডিভিশন ফাস্ট ট্রাক কোর্টের বিচারক যুগল শর্মা।