Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি জমি দখল হলেই এবার বুলডোজার চলবে! কড়া নির্দেশ জেলাশাসকের, মালদহে শোরগোল‘মৃত দাম্পত্য’কে টেনে বেড়ানো শুধু যন্ত্রণাই বাড়ায়: সুপ্রিম কোর্টচোর সন্দেহে গণপিটুনি, মৃত যুবক! শরীরের ৪০টি হাড় ভেঙে চুরমার, সিসিটিভি দেখে গ্রেফতার একাধিকময়মনসিংহে যে বাড়ি ভাঙা হচ্ছে তা সত্যজিৎ রায়ের নয়! দাবি করল বাংলাদেশWorld Emoji Day: ইমোজির ভুল প্রয়োগে ভেস্তে যাচ্ছে প্রেম! টিন্ডারের রিপোর্ট নিয়ে হইচই নেটপাড়ায়তৃণমূল কর্মীর হুমকির মুখে ক্রিকেটার রিচা ঘোষের পরিবার! জানাজানি হতেই শোরগোল শিলিগুড়িতে'ওকে ছেড়ে থাকব কখনও ভাবিনি...', ডিভোর্স গুঞ্জন নিয়ে প্রথম মুখ খুললেন বারাক পত্নীঅবিশ্বাস্য! কাচ ভেঙে ভেঙে শাহরুখের অবয়ব বানিয়ে ফেলেছেন এক ভক্ত, ব্যাপক ভাইরালকাদাজল পার করে তবেই শ্মশান, বেহাল রাস্তা নিয়ে ফুঁসছেন খণ্ডঘোষের ইন্দুটি গ্রামের মানুষ‘পারিবারিক ভানু’ বন্দ্যোপাধ্যায়: যতটা ‘মাসিমা, মালপো খামু’, ঠিক ততটাই কার্ল মার্কস!
Allahabad High Court

পরিবারের অমতে বিয়ে, হুমকির মুখে দম্পতি! নিরাপত্তার মামলা খারিজ করে ফের বিতর্কে এই আদালত

মামলা খারিজ করে দেয় হাইকোর্ট।  

পরিবারের অমতে বিয়ে, হুমকির মুখে দম্পতি! নিরাপত্তার মামলা খারিজ করে ফের বিতর্কে এই আদালত

প্রতীকী ছবি

শেষ আপডেট: 17 April 2025 06:44

দ্য ওয়াল ব্যুরো: বাবা-মায়ের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করায় আতঙ্ক। নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দম্পতি। কিন্তু এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court) স্পষ্ট জানিয়ে দিল, তাঁদের আবেদনের কোনও ভিত্তি নেই।  এলাহাবাদ হাইকোর্টের আরও একটি রায়ে চাঞ্চল্য।

শ্রেয়া কেশরওয়ানি ও তাঁর স্বামী এলাহাবাদ হাইকোর্টে (Allahabad High Court) একটি মামলা দায়ের করেন।  পিটিশনে উল্লেখ করা হয়, নিরাপত্তার পাশাপাশি দম্পতির পরিবারকে তাঁদের বিবাহিত জীবনে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হোক। বিচারপতি সৌরভ শ্রীবাস্তবের এজলাসে এই মামলা ওঠে। তাঁর পর্যবেক্ষণ, আদালত অবশ্যই উপযুক্ত মামলায় নিরাপত্তা দিতে পারে তবে মামলাকারীদেরও নিজেদের পরিবার ও সমাজের মুখোমুখি হওয়ার সাহস জোগাতে হবে। 

মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য যাচাইয়ের পর আদালত জানিয়ে দেয়, 'এমন কোনও প্রমাণ মেলেনি যে মামলাকারীদের পরিবারের কারণে তাঁদের কোনওরকম ক্ষতি হতে পারে।' এছাড়া মামলাকারী দম্পতি কোনও প্রয়োজনীয় প্রমাণ দেখাতে না পারেনি। এই মর্মে মামলা খারিজ করে দেয় হাইকোর্ট।  

উল্লেখ্য, গত মাসে এলাহাবাদ হাইকোর্টের এক রায়ে গোটা দেশে শোরগোল পড়েছিল পকসো আইনে (POCSO Act) দায়ের হওয়া মামলায়। বিচারপতি রায়ে বলেছিলেন, নাবালিকার স্তনে হাত দেওয়া যৌন অপরাধ নয়। পরে সুপ্রিম কোর্ট (Supreme Court) সেই রায় খারিজ করে দেয়। দিন কয়েক আগে আরও একটি ঘটনা সামনে আসে। নির্যাতিতাকেই ধর্ষণের জন্য দায়ী করেন হাইকোর্টের বিচারপতি। জামিন মঞ্জুর করেছিলেন অভিযুক্তেরও। এনিয়েও সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল এলাহাবাদ হাইকোর্টকে। 


ভিডিও স্টোরি