শেষ আপডেট: 8th November 2024 17:55
দ্য ওয়াল ব্যুরো: কালে কালে কী হল! বিশ্বের দুপ্রান্তে বসে ভিডিও কলে বিয়ে করল এক যুগল। কারণ? কারণ হল অফিসের বস ছুটি না দেওয়ায়। বিয়ের জন্য ছুটি দিতে রাজি হননি বরের বস। তাই তুরস্কে চাকরি করা বরের বিয়ের প্রস্তাবে হিমাচল প্রদেশে বসা কনে ভিডিও কলে 'কবুল হ্যায়' বলায় চারহাত এক হতে পারল।
বরের নাম আদনান মহম্মদ। বিলাসপুরের বাসিন্দা আদনান নিকাহ করার জন্য পুরোদস্তুর তৈরি হয়েছিলেন। কিন্তু, বিয়ের জন্য ছুটি চেয়ে আবেদন করতেই তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই আর্জি নাকচ করে দেয়। তুরস্কের তাঁর কোম্পানির বস জানিয়ে দেন, ছুটি দেওয়া চলবে না। তারপরেই আকাশ ভেঙে পড়ে আদনানের মাথায়।
এদিকে, হিমাচলের কন্যার দাদুর শেষ ইচ্ছা হচ্ছে তিনি নাতনির বিয়ে স্বচক্ষে দেখে যেতে চান। বিয়ের জন্য মেয়ের বাড়ি থেকে তাড়া দিতে থাকে। এর জন্য বর ও কনের বাড়ির লোক বিকল্প পথের কথা ভাবতে শুরু করেন। শেষমেশ দুই বাড়ির মতামতে ভিডিও কলে বিয়ের বিষয়ে একমত হওয়া যায়।
পাত্রের বাড়ির লোকজন বরযাত্রী নিয়ে ছত্তীসগড়ের বিলাসপুর থেকে হিমাচল প্রদেশের মান্ডির উদ্দেশে যাত্রা করেন। কাজির উপস্থিতিতে মুসলিম মতে বিয়ের আচার-অনুষ্ঠান পালিত হয় ভিডিও কলের মাধ্যমে। যদিও ভিডিও কলে বিয়ে প্রথমবার হল না। ২০২৩ সালের জুলাইয়ে হিমাচল প্রদেশের আরেকটি যুগলের বিয়ে হয়েছিল অনলাইনে। সেবার অতিবৃষ্টিতে ধস ও হড়পা বানে বিপর্যস্ত রাজ্যের পরিস্থিতিতে আশিস সিংহ এবং শিবাণী ঠাকুরের বিয়ে হয়েছিল ভিডিও কলে।
তারও আগে কোভিডকালে বেশ কয়েকটি ভিডিও কলে বিয়ের নমুনা রয়েছে। যার একটি ঘটেছিল কেরলে। যেখানে বিজ্ঞেশ কেএম এবং অঞ্জলি রঞ্জিতের বিয়ে হয়েছিল এইভাবে। জুম আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আত্মীয়রা বাড়ি থেকে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বরের বাবা-মা স্পিড পোস্টে মঙ্গলসূত্র ও বিয়ের সাজপোশাক পাঠিয়ে দিয়েছিলেন।