শেষ আপডেট: 4th February 2025 09:15
দ্য ওয়াল ব্যুরো: বিয়েতে খাবার কম পড়েছিল। আর তাতেই রেগে খাপ্পা বরের বাড়ির লোকজন। সে এমনই পরিস্থিতি বিয়ে বাড়ি থেকে কার্যত বেরিয়ে যাচ্ছিলেন তাঁরা। এদিকে বরযাত্রী চলে গেলে বড় বিপদ হবে।
পারিবারিক সম্মানের কথা মাথায় রেখে বরের বাড়ির লোকজনের ব্যবহারে বিরক্ত হয়ে সরাসরি পুলিশে খবর দেন বউ। এরপরই বর ও বরের বাড়ির লোকজনকে থানায় নিয়ে চলে যায় পুলিশ।
সেখানেই বরকে ভাল করে বোঝায় পুলিশ। তারপরই পুলিশকে ওই দম্পতি অনুরোধ করেন যাতে তাঁরা অন্তত মালাবদলের সময় উপস্থিত থাকেন। সেই মতো পুলিশও বিয়েতে হস্তক্ষেপ করে।
এরপর বর-কনের সম্মতিতে থানাতেই মালাবদল হয়। বিদায়ী পর্বও হয় সেখানেই। পুলিশই মালা-সহ অন্য়ান্য় সামগ্রী নিয়ে এসেছিল।
থানার ইনসপেক্টর আরবি গোজিয়া জানিয়েছেন, "আমাদের স্বান্তনা কেন্দ্র রয়েছে। মহিলা হেল্প ডেস্ক রয়েছে। এর মাধ্য়মে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। আমরা বরকেও বুঝিয়েছি। বলেছি এমন ছোটখাটো বিষয়ে বিয়ে ভেঙে দেওয়াটা ঠিক হবে না। কারণ কনের বাবা অনেক আয়োজন করেছিলেন। বর বিষয়টি বুঝেছিলেন। কিন্তু তিনি আর বিয়ে বাড়িতে যেতে চাননি। কারণ সেখানে আবার সমস্যা হতে পারে।"
রোববার রাতে সুরাটের লক্ষ্মীনগর এলাকায় ছিল এই বিয়েবাড়ি। দম্পতির নাম রাহুল প্রমোদ মোহন্ত ও অঞ্জলি কুমারী মিতুসিং।