শেষ আপডেট: 9th November 2024 17:29
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় রেল নিয়ে অভিযোগের শেষ নেই। সে যাত্রী সুরক্ষাই হোক বা পরিকাঠামোগত গলদ, প্রতিদিনই একের পর এক অভিযোগ সামনে আসে। তবু সবকিছুকে দূরে সরিয়ে ফের ‘মানবিক’ রেল। ট্রেন ছেড়ে দিলেও আচমকা ব্রেক কষলেন গার্ড। বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিলেন তাঁদের একমাত্র সন্তানকে। গার্ডের এমন পদক্ষেপে ইতিমধ্যে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।
ঠিক কী ঘটেছে?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ভিন রাজ্যের এক শ্রমিক দম্পতি একটি স্টেশনে দিশেহারা হয়ে দৌড়ে বেড়াচ্ছেন। পরে জানা যায় ট্রেন স্টেশনে থামতেই খাবার কিনতে নেমেছিলেন দু’জনে। কিন্তু স্টেশনে নেমে খাবার কিনে ফিরতেই মাথায় হাত পড়ে তাঁদের। নজরে আসে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে ট্রেন। নিরুপায় হয়ে প্রথমে কী করবেন কিছুই মাথায় আসছিল না ওই পরিযায়ী শ্রমিক দম্পতির।
স্টেশনে দাঁড়িয়ে ট্রেনকে চলে যেতে দেখে দৌড়তে থাকেন তাঁরা। ভাবছেন তো, খাবার কেনার জন্য ট্রেন তো আর স্টেশনে দাঁড়িয়ে থাকবে না! হ্যাঁ, ট্রেন দাঁড়ায়ও নি। কিন্তু আচমকা কী এমন ঘটল যার জন্য শেষমেশ ব্রেক চাপলেন ট্রেনের গার্ড? জানা গিয়েছে, ট্রেনের ভিতরেই ছিল ওই দম্পতির একমাত্র সন্তান। খাবার কিনতে দু’জনে স্টেশনে নেমে আর ট্রেনে উঠতে পারেননি। চোখের সামনে দিয়ে স্টেশন ছেড়ে ট্রেন বেরোতে দেখেই আর মাথার ঠিক রাখতে পারেননি তাঁরা।
मानवता
— हम लोग We The People ???????? (@ajaychauhan41) November 8, 2024
किसी स्टेशन पर एक प्रवासी मजदूर दंपति अपने भूखे बच्चे के लिए खाना लेने उतरे।
ट्रेन बच्चे को लेकर रवाना हो गयी. घबराकर दंपति ने रेलवे गार्ड से अपील की, गार्ड ने ट्रेन को रोक दिया। pic.twitter.com/3RAGi8WRwx
চলন্ত ট্রেনের পিছনেই দৌড়তে দৌড়তেই ট্রেন থামানোর আর্জি চিৎকার করে জানাতে থাকেন দম্পতি। বিষয়টি নজর এড়ায়নি ট্রেনের একদম পিছনে থাকা গার্ডের। বিষয়টি বুঝতে পেরেই ট্রেন স্টেশন থেকে পুরোপুরি বেরিয়ে যাওয়ার আগে ব্রেক কশেন তিনি। পরে পুরো বিষয়টি জানতে পারেন তিনি। ট্রেন থামাতেই ছেলের কাছে দৌড়ে যান তাঁরা। দেখেন, সুরক্ষিত অবস্থাতেই রয়েছে তাঁদের সন্তান। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
ভিডিওটি ভাইরাল হতেই গার্ডের প্রশংসায় ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। একজন লেখেন, ‘সত্যিই মানবতা এবং মনের অনুভূতির থেকে বড় কিছুই নেই।’ আরেকজন লেখেন, গার্ডকে কুর্নিশ। অনেকেই নিয়ম ভাঙতে পারেন কিন্তু তিনি প্রমাণ করেছেন যে মানবতা এখনও বেঁচে আছে।’
এক প্রত্যক্ষদর্শী পুরো ঘটনা নিজের ফোনের ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে গেছে। তবে এটা ঠিক কোন স্টেশনের ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। না, তা জানার গুরুত্ব খুব কম নেটাগরিকরাই দেখিয়েছেন। তবে গার্ডের মানবিকতা দেখে শুধু তাঁকে নিয়েই শুরু হয়েছে চর্চা।