দেশের নানা প্রান্তে করোনা (Covid -19) সংক্রমণ বাড়ছে। রাজধানী দিল্লিতে (New Delhi) বাড়ছে তুলনামূলকভাবে দ্রুত গতিতে।
ফাইল ছবি।
শেষ আপডেট: 24 May 2025 07:11
দ্য ওয়াল ব্যুরো: দেশের নানা প্রান্তে করোনা (Covid -19) সংক্রমণ বাড়ছে। রাজধানী দিল্লিতে (New Delhi) বাড়ছে তুলনামূলকভাবে দ্রুত গতিতে। শুক্রবার বিকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতালে কোভিড-১৯ ভাইরাস আক্রান্ত ২৩জনের সন্ধান পাওয়া গিয়েছে। আক্রান্ত সন্দেহে পরীক্ষা করাচ্ছেন অনেকে। এই উদ্দেশে ভিড় বাড়ছে হাসপাতালগুলিতে। তবে আক্রান্তের সংখ্যায় এগিয়ে কেরল। দক্ষিণের ওই রাজ্যে ১৮২জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন বলে রাজ্য সরকার জানিয়েছে।
সরকারি সুত্রে জানানো হয়েছে, জাতীয় রাজধানী এলাকা বা এনসিআর (National Capital Area) ভুক্ত নয়ডা (Noida), গাজিয়াবাদ (Gaziabad), গুরুগ্রামেও (Gurugram) করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুক্রবার বিকালে দিল্লি রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর নির্দেশিকা জারি করে সব হাসপাতালে সতর্ক করেছে। তাতে বলা হয়েছে, করোনা আক্রান্তের চিকিৎসার জন্য পর্যাপ বেডের ব্যবস্থা করতে হবে। এছাড়া ওষুধ ও অক্সিজেন সিলিন্ডারের জোগান স্বাভাবিক রাখতে বলা হয়েছে।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ সিং বলেছেন, রোগীরা রাজধানীতে, নাকি দেশের অন্য কোনও এলাকায় গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন তা জানার চেষ্টা হচ্ছে। চিকিৎসাধীন কয়েকজন দিল্লির বাসিন্দা নন। মন্ত্রী জানান, আতঙ্কিত হওয়ার মতো তেমন কিছু হয়নি। করোনা আক্রান্ত ২৩ রোগী স্বাভাবিক আছেন। সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ করেছে। ট্রেনে, রেল স্টেশনে করোনা বিষয়ে সচেকতনতামূলক প্রচার জোরকদমে শুরু করেছে প্রশাসন।
রাজধানীর পাশাপাশি অন্যান্য রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গুজরাতে ১৫জন করোনা আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে শুক্রবার। হরিয়ানার গুরুগ্রাম এবং ফরিদাবাদেও কোভিড-১৯ আক্রান্তের সন্ধান মিলেছে। কেরল চলতি মাসে এখনও পর্যন্ত ১৮২ জন কোভিড পজিটিভ বলে চিহ্নিত হয়েছেন। কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুণ্ডুরাও জানান, রাজ্য ১৫জন কোভিড আক্রান্ত।