Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
স্পার্ম ডোনেশনে ১০০ সন্তানের জন্ম! সম্পত্তি ভাগের পরিকল্পনা টেলিগ্রাম প্রতিষ্ঠাতারউড়ানে কাটছাঁট! ১৬টি রুটে কমবে ফ্লাইট, ৩টি রুটে সাময়িক বন্ধ এয়ার ইন্ডিয়ার পরিষেবাAir India Crash: মূল তথ্য সংগ্রহ এবং উদ্ধারকাজ শেষ, ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে বিশেষ জায়গায়এই নিয়ে সাতবার! ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, কী বলল নাসাভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'
Jyoti Malhotra

'গুপ্তচর' জ্যোতির ডায়েরি উদ্ধার পুলিশের, পাকিস্তান থেকে ফিরে লিখেছিলেন অনেককিছুই

কী এমন লেখা রয়েছে ডায়েরিতে? গোয়েন্দা সূত্রে খবর, ভারত-পাক সম্পর্ক নিয়ে বেশ কিছু কথা এবং তাঁর 'ইচ্ছে' লিখেছিলেন জ্যোতি।

'গুপ্তচর' জ্যোতির ডায়েরি উদ্ধার পুলিশের, পাকিস্তান থেকে ফিরে লিখেছিলেন অনেককিছুই

জ্যোতি মলহোত্রা

শেষ আপডেট: 21 May 2025 07:51

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের হয়ে চরবৃত্তির (Pakistan Spy) অভিযোগে গ্রেফতার হয়েছেন জ্যোতি মলহোত্রা (Jyoti Malhotra)। তিনি একজন ইউটিউবার এবং ট্রাভেল ভ্লগার হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু পুলিশের হাতে তথ্য আসে যে এর আড়ালে পাকিস্তানের আইএসআই-এর হয়ে কাজ করতেন তিনি। গত ১৬ মে হরিয়ানার হিসার থেকে গ্রেফতার হন জ্যোতি। এখনও পর্যন্ত তাঁকে নিয়ে একাধিক তথ্য সামনে এসেছে। এবার পুলিশের হাতে এল একটি ডায়েরি (Diary)। পাকিস্তান সফর করে আসার পর তাতে অনেককিছু লিখেছিলেন জ্যোতি। সেই তথ্যই খতিয়ে দেখছে পুলিশ।

একবার নয়, দু'বার পাকিস্তান গেছিলেন এই 'গুপ্তচর'। ফিরে আসার পর এই ডায়েরিতেই লেখেন নানা কথা। সেই ডায়েরি খুঁটিয়ে দেখেই আরও বিশদ তথ্য জানার চেষ্টা করছে হরিয়ানার পুলিশ। সূত্র মারফৎ জানা গেছে, ওই ডায়েরির অন্তত ১১ পাতা জুড়ে শুধু পাক সফরের কথা লেখা রয়েছে। ইংরেজি এবং হিন্দি ভাষায় নিজের অভিজ্ঞতা লিখে রেখেছেন জ্যোতি। তদন্তকারীরা মনে করছেন, এই ডায়েরির তথ্যই জ্যোতির চরবৃত্তি নিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।

কী এমন লেখা রয়েছে ডায়েরিতে? গোয়েন্দা সূত্রে খবর, ভারত-পাক সম্পর্ক নিয়ে বেশ কিছু কথা এবং তাঁর 'ইচ্ছে' লিখেছিলেন জ্যোতি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাকিস্তানে জ্যোতি যে আতিথেয়তা পেয়েছিলেন, তার প্রশংসা করেই যাবতীয় কথা লিখেছিলেন তিনি ডায়েরিতে। পাশাপাশি এও লিখেছিলেন যে, তিনি জানেন না কতদিন এই সীমান্ত নিয়ে ঝামেলা থাকবে তবে তিনি মনে করেন দুই দেশের মধ্যে সম্পর্ক ভাল হবে ভবিষ্যতে।

ইতিমধ্যে জ্যোতি পুলিশি জেরায় স্বীকার করেছেন, দিল্লির পাক হাই কমিশনের এক আধিকারিকের সাহায্যে তিনি পাকিস্তানে নিজের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছিলেন। পরে জানা গেছে, সে দেশে গিয়ে আইএসআই-এর একাধিক চরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন জ্যোতি। গেছিলেন পাক-আফগান সীমান্তেও। এমনকী গুপ্তচর হওয়ার জন্য ট্রেনিংও নিয়েছিলেন। তবে তিনি একা নয়, এই চরবৃত্তির অভিযোগে আরও ১০ জন গ্রেফতার হয়েছেন। তবে জ্যোতির ডায়েরির মতো কোনও জিনিস এখনও পর্যন্ত বাকিদের থেকে বাজেয়াপ্ত করতে পারেনি পুলিশ।

এদিকে জ্যোতির পাক সফর নিয়ে বাবা হরিশের প্রাথমিক বক্তব্য ছিল, কেউ পাকিস্তানে যেতেই পারে ঘুরতে। কোনও পরিচিত থাকলে ফোনও করতে পারে। কিন্তু সেই বক্তব্য থেকে সরে এসেছেন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি দাবি করেছেন, জ্যোতি তাঁকে জানিয়েছিল সে দিল্লি যাচ্ছে। কিন্তু সেখান থেকে কোথায় কোথায় গেছে তা তাঁরা জানতেন না। পাকিস্তানে যাওয়ার কথা তো নয়ই। পাশাপাশি হরিশের এও দাবি, মেয়ে দিল্লিতে চাকরি করে বলে জানিয়েছিল। সেই চাকরি কবে ছেড়ে দিয়ে দেশ-বিদেশ ঘুরে ভিডিও করত, তাও তাঁরা কেউ জানতেন না। এসব পরে নজরে আসে।

৩৩ বছর বয়সি জ্যোতিকে শুক্রবার হরিয়ানার নিউ অগ্রসেন এক্সটেনশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার আদালতে পেশের পর পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।


ভিডিও স্টোরি