Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভারতের প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা চাই, স্টার রেটিং নয়, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের চপ-সিঙ্গারা-জিলিপির পাশে সিগারেটের মতোই সতর্কবার্তা, নাগপুর থেকে প্রচার শুরু এইমসেরএসএসসি-র সময়সীমা বাড়ল, তবু উপেক্ষিত স্পেশাল বি.এড প্রার্থীরা, ফের মামলা হাইকোর্টেস্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি

অপারেশন সিঁদুর নিয়ে সেনাকর্তার বক্তব্যে বিতর্ক! 'উদ্ধৃতির ভুল ব্যাখ্যা হয়েছে', জানাল ভারত

 প্রতিরক্ষা আধিকারিকের বক্তব্যের সূত্র ধরে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধী দল কংগ্রেস।

অপারেশন সিঁদুর নিয়ে সেনাকর্তার বক্তব্যে বিতর্ক! 'উদ্ধৃতির ভুল ব্যাখ্যা হয়েছে', জানাল ভারত

শেষ আপডেট: 29 June 2025 16:31

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর (Operation Sindoor) বিষয়ে প্রতিরক্ষা আধিকারিকের মন্তব্য ঘিরে শুরু হওয়া বিতর্কের স্পষ্ট ব্যাখ্যা দিল ভারত। ইন্দোনেশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে ভারতের প্রতিরক্ষা উপদেষ্টা ক্যাপ্টেন শিব কুমার-এর উপস্থাপনাকে "প্রসঙ্গ বিচ্ছিন্নভাবে উদ্ধৃত" করা হয়েছে বলে জানিয়েছে জাকার্তায় ভারতীয় দূতাবাস।

দূতাবাসের তরফে শনিবার X-এ (সাবেক টুইটার) একটি পোস্টে বলা হয়, ‘প্রতিরক্ষা উপদেষ্টার সেমিনারে উপস্থাপনাটি যেভাবে সংবাদমাধ্যমে পরিবেশিত হয়েছে, তা উপস্থাপনার মূল বক্তব্য ও উদ্দেশ্যের ভুল ব্যাখ্যা।’

ক্যাপ্টেন শিব কুমার তাঁর বক্তব্যে অপারেশন সিঁদুরের প্রাথমিক পর্যায়ে ভারতীয় সেনার প্রতিক্রিয়ার ব্যাখ্যা দেন। ভারতীয় সেনার এই অভিযানের মূল লক্ষ্যই ছিল, পাকিস্তানের ভেতরে থাকা সন্ত্রাসবাদী অবকাঠামোগুলিকে ধ্বংস করা।

ভারত শুরু থেকেই দাবি করে এসেছে, ২২ এপ্রিল কাশ্মীরের পহেললগামে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের প্রাণহানির পর ভারতের প্রতিক্রিয়া ছিল ‘অপ্ররোচনামূলক’ (non-escalatory)।

দূতাবাসের বিবৃতিতে আরও বলা হয়, ‘উপস্থাপনায় পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, ভারতীয় সশস্ত্র বাহিনী নাগরিক নেতৃত্বাধীন সরকার পরিচালিত, যা আমাদের প্রতিবেশী কিছু দেশের থেকে আলাদা।’

অন্যদিকে, প্রতিরক্ষা আধিকারিকের বক্তব্যের সূত্র ধরে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধী দল কংগ্রেস। দলের মুখপাত্র জয়রাম রমেশ শনিবার X-এ লেখেন, ‘প্রথমে সিঙ্গাপুরে দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেন। এরপর ইন্দোনেশিয়ায় এক সিনিয়র প্রতিরক্ষা আধিকারিক নতুন বক্তব্য দেন। কিন্তু প্রধানমন্ত্রী এখনও কেন সর্বদলীয় বৈঠক ডাকছেন না? সংসদের বিশেষ অধিবেশন চাইলে তা নাকচ করে দিচ্ছেন কেন?’

তিনি আরও বলেন, ‘সরকার দেশের জনগণ ও সংসদের কাছে স্বচ্ছ নয়। অপারেশন সিঁদুর নিয়ে যেভাবে নানা স্তর থেকে আলাদা বক্তব্য আসছে, তাতে বিভ্রান্তি ছড়াচ্ছে।’


ভিডিও স্টোরি