ঘাতক বাস ও নিহত পুলিশ কনস্টেবল
শেষ আপডেট: 5th November 2024 12:14
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে রাত পাহারায় থাকা পুলিশ কনস্টেবলকে পিষে মারল সরকারি বাস। বাসের ধাক্কায় এক পথচারীরও মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে দশটা নাগাদ দিল্লির তিব্বত মার্কেটের কাছে ঘটনাটি ঘটে। ভিক্টর নামে ওই মৃত কনস্টেবল সিভিল লাইন্স থানায় কর্মরত ছিলেন। যে পথচারীর মৃত্যু হয়েছে তাঁর পরিচয় এখনও জানা যায়নি।
তিব্বত মার্কেটের উল্টোদিকে রিং রোডে রাত পাহারা দিচ্ছিলেন কনস্টেবল ভিক্টর। সেই সময় দিল্লি পরিবহন নিগমের একটি বাস নন্দনগরের দিকে যাচ্ছিল।
আচমকাই ওই বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে থাকা একটি বিলবোর্ডে ধাক্কা দেয়। পরে কনস্টেবল ও আরও এক পথচারীকে পিষে দেয়। জানা যাচ্ছে ওই সময় বাসে কোনও যাত্রী ছিলেন না। কনস্টেবল ২০২৩ সাল থেকে সিভিল লাইন্সে কর্মরত। বাসের ধাক্কায় তাঁর মাথা মুখ এবং ঘাড়ে আঘাত লাগে।
ঘটনার পর স্থানীয়রা আহত কনস্টেবল এবং পথচারীকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় অভিযুক্ত বাস চালক বিনোদকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানাচ্ছে কীভাবে এই ঘটনা ঘটলো তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।