শেষ আপডেট: 8th April 2025 10:10
দ্য ওয়াল ব্যুরো: সবরমতীর তীরে মঙ্গলবার থেকে শুরু কংগ্রেসের (Congress) জাতীয় অধিবেশন। বিজেপির মোকাবিলায় আরও শক্তিশালী হয়ে লড়াইয়ে নামার পরিকল্পনা হাত শিবিরের। তাই মোদী-শাহের গুজরাতেই (Gujarat) ছয় দশক পর কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বর্ধিত অধিবেশন (Working Committee Meeting) বসছে।
শেষবার কংগ্রেস গুজরাতে ক্ষমতায় এসেছিল ১৯৯৫ সালে। তারপর প্রায় তিন দশক 'লাপতা'। যত সময় গেছে ততই যেন ক্ষয়িষ্ণু হয়েছে শতাব্দী প্রাচীন এই দল। এমন পরিস্থিতিতে দলীয় সংগঠনকে কার্যত ঢেলে সাজাতে চলেছে কংগ্রেস।
দু'দিনব্যাপী এই অধিবেশনে বিজেপির বিরুদ্ধে নির্বাচনে লড়াইয়ে আগামী দিনে দলের রণনীতি কী হবে, তা নিয়েই মূলত আলোচনা হতে চলেছে। রাজ্যে রাজ্যে শরিক দলগুলির সঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে দলের কৌশল কী হওয়া উচিত, সে বিষয়ও উঠতে পারে বলে হাত শিবিরের অন্দরের খবর।
তবে আরও বড় প্রশ্ন হচ্ছে, ওয়েনাড়ের নতুন সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে কি দলের নির্বাচন পরিচালন দফতরের দায়িত্ব দেওয়া হবে? আমদাবাদের তীব্র দাবদাহের মধ্যে সোমবার যখন কংগ্রেসের নেতারা জড়ো হন, তখনই এই নিয়ে কৌতূহল চলছিল।
২০২৭ সালে গুজরাটে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে গুজরাটে এআইসিসি অধিবেশন আয়োজন করে দলের নেতা-কর্মীদের চাঙ্গা করতে চাইছে কংগ্রেস। গত মাসেই রাহুল গান্ধী গুজরাটে এসে ব্লক, জেলা নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন।
রাজ্যে উচ্চবর্ণের ভোটাররা কেন কংগ্রেসের থেকে দূরত্ব তৈরি করেছে? কীভাবে তাদের সমর্থন আদায় করা যায়? তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল বৈঠকে। আগামী দিনে দলের রণকৌশল কী হবে? তা নিয়ে বিস্তারিত আলোচনা হতে চলেছে আমেদাবাদে।