শেষ আপডেট: 2nd October 2024 16:03
দ্য ওয়াল ব্যুরো: জমি কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ নিয়ে এমনিতেই বিপদে আছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বুধবার বেঙ্গালুরুতে গান্ধী জয়ন্তীর অনুষ্ঠানে গিয়ে বড় ধরনের অস্বস্তিকর ঘটনায় নাম জড়ালো তাঁর।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও-তে দেখা যাচ্ছে এক কংগ্রেস কর্মী সিদ্দারামাইয়ার জুতোর ফিতা বেঁধে দিচ্ছেন। সেই কংগ্রেস কর্মীর এক হাতে জাতীয় পতাকা ধরা।
এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ওই কংগ্রেস কর্মীর মুণ্ডপাত করছেন। আবার কেউ কেউ বলছেন, ভিডিও ছড়িয়ে দেওয়া একটা ষড়যন্ত্র। মুখ্যমন্ত্রীর চারপাশে নিরাপত্তা কর্মীরা ছাড়াও একাধিক মন্ত্রী ও প্রথমসারির নেতা উপস্থিত ছিলেন। কেউ কেন এই কংগ্রেস কর্মীর হাত থেকে জাতীয় পতাকাটি সরিয়ে নিলেন না সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। প্রবীণ সিদ্দারামাইয়ার কী করে এত ব়ড ঘটনা এড়িয়ে গেলেন সে প্রশ্নও উঠেছে।
সূত্রের খবর, এই ঘটনায় নড়েচড়ে বসেছে মুখ্যমন্ত্রীর অফিস ও তাঁর নিরাপত্তা উপদেষ্টার দফতর। নিরাপত্তা রক্ষীরা থাকতে ওই কংগ্রেস কর্মী কী করে মুখ্যমন্ত্রীর কাছে চলে গেল সেই প্রশ্ন উঠেছে।
বুধবার বেঙ্গালুরুতে প্রদেশ কংগ্রেস অফিসে গান্ধী জয়ন্তীর অনুষ্ঠানে গিয়েছিলেন সিদ্দারামাইয়া। সেখানে গান্ধী মূর্তিতে মালা দেওয়ার আগে জুতো খুলেছিলেন মুখ্যমন্ত্রী। জুতো পরার সময় তাঁর সমস্যা হচ্ছিল। তাই সাহায্যের হাত বাড়িয়ে দেন ওই কংগ্রেস কর্মী। তাঁর হাতে যে জাতীয় পতাকা ছিল তা বেমালুম ভুলে যান ওই কর্মী।
এই ঘটনা নিয়ে বিজেপি আসরে নেমেছে। তারা বলছে, এতে দেশ ও জাতীয় পতাকা নিয়ে কংগ্রেসের মানসিকতাই ফুটে উঠেছে। পুলিশ অবশ্য কালক্ষেপ না করে জাতীয় পতাকার অবমাননা নিয়ে মামলা ঠুকেছে। ঘটনায় মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে যাওয়ায় মামলার পরিণতি কী হয় সেটাই এখন দেখার।