শেষ আপডেট: 24th October 2024 15:18
দ্য ওয়াল ব্যুরো: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন মাধবী পুরী বুচের বৃহস্পতিবার সংসদীয় পাবলিক অ্যাকাউন্টস কমিটির ডাকে হাজিরা না দেওয়া নিয়ে কংগ্রেস-বিজেপির রাজনৈতিক ডার্বি লড়াই শুরু হয়েছে। এদিন জরুরি কারণ দেখিয়ে পিএসি-র বৈঠক এড়িয়ে যান বুচ। তিনি কমিটিকে একথা জানিয়ে দেওয়ার পর পিএসি চেয়ারম্যান তথা কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বৈঠক বাতিল করে দেন।
এর জবাবে তেড়েফুঁড়ে আসরে নেমে কমিটির বিজেপির সদস্যরা বেণুগোপালের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তোলেন। মার্কিন শেয়ার বাজার বিশেষজ্ঞ সংস্থা হিন্ডেনবার্গের একটি অভিযোগের ভিত্তিতে বিজেপি বিরোধী দলগুলি ব্যাপক সমালোচনায় নেমেছিল। সেবি চেয়ারপার্সনকে অবিলম্বে সরিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন খোদ বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যদিও শাসকদল এবং বুচ নিজে এই অভিযোগ অস্বীকার করেন। তাঁর বিরুদ্ধে সরকারি পদের অপব্যবহার করে ব্যক্তিগত লাভ তোলার অভিযোগও উঠেছিল।
বেণুগোপাল এদিন সাংবাদিকদের কাছে বলেন, কমিটির প্রথম বৈঠকে সেবির কার্যাবলি পর্যালোচনা করা হবে বলে স্থির হয়েছিল। আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের হাজিরার নোটিসও পাঠিয়েছিলাম। কিন্তু তাঁরা বৈঠকে হাজির থাকতে পারছেন না বলে জানিয়ে দেন। আমরা তাঁদের আর্জি নামঞ্জুরও করি। তার পরে সেবির চেয়ারপার্সন এবং তাঁর টিম হাজিরা দেবেন বলে সম্মত হন।
বেণুগোপাল আরও বলেন, এরপর এদিন সকাল সাড়ে ৯টায় আমরা সেবি প্রধানের কাছ থেকে জানতে পারি তাঁরা আসতে পারছেন না। ব্যক্তিগত জরুরি কাজ পড়ে যাওয়ায় তিনি দিল্লি আসতে পারছেন না। এক মহিলার কাছ থেকে এ ধরনের অনুরোধ বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিই, আজকের বৈঠক পিছিয়ে অন্যদিন করা হবে।
এর জবাবে এনডিএ-র সংসদ সদস্যরা বেণুগোপালের আচরণকে অসংসদীয় ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা করেন। কমিটির সদস্য বিজেপির এমপি রবিশঙ্কর প্রসাদ অভিযোগ তুলে বলেন, কংগ্রেস নেতা বেণুগোপাল নিজেই বৈঠক পিছিয়ে দেওয়ার স্বতঃপ্রণোদিত সিদ্ধান্ত নিয়েছেন। কারও সঙ্গে আলোচনা করেননি। এ নিয়ে তাঁরা অর্থাৎ বিজেপি এবং শরিক দলগুলি লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে নালিশ জানাবেন।
বিজেপির আরেক এমপি নিশিকান্ত দুবে তো স্পিকার ওম বিড়লার কাছে বেণুগোপালের বিরুদ্ধে চিঠি লিখেছেন। বেণুগোপালের আচরণকে অসংসদীয় এবং অপমানজনক আচরণ বলে ব্যাখ্যা করেন তিনি। কংগ্রেস ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণ করেছে।