শেষ আপডেট: 10th January 2025 23:47
দ্য ওয়াল ব্যুরো: গত লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী নিজেকে 'ঈশ্বর প্রদত্ত' বলেছিলেন। প্রচারে বেরিয়ে বিভিন্ন সময়ে তিনি দাবি করেছিলেন, ঈশ্বর তাঁকে যোগ্যতা, শক্তি দিয়ে পাঠিয়েছেন। তাঁর মনে হয়, তিনি জন্মগ্রহণ করেননি। কিন্তু সম্প্রতি জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথের পডকাস্টে এসে মোদী সম্পূর্ণ উল্টো কথা বলেছেন। তা নিয়েই তাঁকে খোঁচা দিয়েছে কংগ্রেস।
নিজের প্রথম পডকাস্টে মোদী বক্তব্য, ''আমি কোনও ঈশ্বর নই। আমি মানুষ। আমারও ভুল হতে পারে। তবে এখনও পর্যন্ত খারাপ উদ্দেশে কোনও কাজ করিনি।'' তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতেই কংগ্রেসের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেটি লোকসভা ভোটের আগের। সেই ভিডিওতে মোদী এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নিজেকে 'ঈশ্বর প্রদত্ত' বলে দাবি করেছেন।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, ''যিনি মাত্র আট মাস আগে তাঁর নন বায়োলজিক্যাল স্ট্যাটাস ঘোষণা করেছিলেন, তিনি আজ এই মন্তব্য করছেন। এটি স্পষ্টতই ড্যামেজ কন্ট্রোল।''
This from a man who proclaimed his non-biological status just eight months back. This is clearly damage control pic.twitter.com/hBPp5QJl0Y
— Jairam Ramesh (@Jairam_Ramesh) January 10, 2025
লোকসভা ভোটের সময় ঠিক কী বলেছিলেন মোদী?
এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, মা বেঁচে থাকার আগে পর্যন্ত তিনি ভাবতেন জৈবিকভাবে জন্ম হয়েছে তাঁর। কিন্তু মা মারা যাওয়ার পর নিশ্চিত হন তিনি ঈশ্বর প্রদত্ত। মোদীর কথা ছিল, ''ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে শক্তি তিনিই দিয়েছেন।''
যদিও সম্প্রতি পডকাস্টে মোদী ঠিক এর উল্টো মন্তব্য করে বলেছেন, পরিশ্রম করতে গিয়ে তিনি কখন পিছু হটবেন না। নিজের জন্য কিছু করবেন না। তবে তাঁর ভুল হতেই পারে, কারণ তিনি মানুষ।