শেষ আপডেট: 8th February 2024 11:53
দ্য ওয়াল ব্যুরো: সংসদের বাজেট অধিবেশন একদিন অতিরিক্ত বাড়ানো হয়েছে। তার কারণ, ইউপিএ জমানার অর্থনৈতিক অব্যবস্থাপনা নিয়ে 'শ্বেতপত্র' প্রকাশ করতে চলেছে মোদী সরকার। তবে তার আগেই নিজেদের দান খেলে দিল কংগ্রেস শিবির। সাদার বদলে তাঁদের হাতিয়ার কালো। বৃহস্পতিবার মোদী জমানার কুকীর্তি দেখাতে 'কৃষ্ণপত্র' প্রকাশ করল তাঁরা।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে মোদী সরকারের সাদা ফাইল প্রকাশের আগেই এই কালো ফাইল প্রকাশ করেছেন। তিনি জানান, এই কালো ফাইল বিগত বছরগুলি ধরে মোদী সরকারের সব ব্যর্থতাগুলি তুলে ধরেছে। তাঁর কথায়, দেশের অর্থব্যবস্থার জলাঞ্জলি দিয়েছে বিজেপি সরকার। এছাড়া বেকারত্ব, মূল্যবৃদ্ধি, হিংসা সহ একাধিক ইস্যুর কোনও সুরাহা করতে পারেনি তারা।
গত সোমবার বাজেটের ওপর বক্তৃতা দিতে গিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি ছিল, বিজেপি সরকার গত ১০ বছরে যে কাজ করেছে তা কংগ্রেসের করতে ১০০ বছর লাগবে। পাশাপাশি নেহরু, ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে এনেও তিনি ইউপিএ আমলকে খোঁচা দেন। তারপরই জানা যায় ওই শ্বেতপত্র প্রকাশের কথা।
জানা গেছে, ইউপিএ সরকারের সময়কালের অর্থনৈতিক অব্যবস্থাপনা সংক্রান্ত ভারতের অর্থনৈতিক দুর্দশা এবং অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাবগুলি সম্পর্কে বিস্তারিত বর্ণনা তুলে ধরতে চাইছে মোদী সরকার। সূত্রের খবর, আগামী ১০ ফেব্রুয়ারি এই 'শ্বেতপত্র' প্রকাশ করবে তারা।