শেষ আপডেট: 29th September 2024 21:53
দ্য ওয়াল ব্যুরো: মঞ্চে উঠেছিলেন বক্তব্য রাখতে। আচমকা অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। নিজেকে খানিকটা সামলে নিয়ে পরক্ষণেই সভায় উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, যতক্ষণ না প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তিনি বেঁচে থাকবেন।
জম্মু কাশ্মীরে শেষ দফার নির্বাচনের আগে কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়েছিলেন খাড়্গে। কাঠুয়া জেলার জাসরোটার এক সভায় বক্তব্য রাখতে ওঠেন কংগ্রেস সভাপতি। বক্তৃতার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে মঞ্চে থাকা দলের নেতা-সমর্থকরা খাড়্গেকে চেয়ারে বসিয়ে দেন। খানিকটা বিশ্রাম নিয়ে ফের নিজের ছন্দে বক্তব্য শুরু করেন। বলেন, ‘৮৩ বছর বয়স আমার। মোদীকে ক্ষমতা থেকে না সরানো পর্যন্ত মরছি না।’
জানা যাচ্ছে, রক্তচাপ কমে যাওয়ায় খাড়্গে অসুস্থ হয়ে পড়েছিলেন। জম্মু-কাশ্মীরের কংগ্রেস নেতা গুলাম আহমেদ মীর খাড়্গে পুত্রকে গোটা ঘটনার কথা জানিয়ে বলেন, মেডিক্যাল টিমের ডাক্তাররা তাঁকে দেখেছেন। জানিয়েছেন, উনি ভাল আছেন।
প্রসঙ্গত, রবিবারই দেশের বেকারত্বের পরিসংখ্যান সামনে এনে খাড়্গে একটি পোস্ট করেছিলেন। যেখানে তিনি লেখেন, মোদীর গুরু দায়িত্ব যুব সম্প্রদায়ের ভবিষ্যতের জন্য। শ্রমমন্ত্রকের পরিসংখ্যান দেখিয়ে তিনি বলেন, বেকারত্বের কথা আড়াল করতে চেয়েও তা করা যায়নি। প্রশ্ন তোলেন, ২০২৩-২৪ সালে যুবদের ১০.২ শতাংশ বেকারত্বের হার নিয়েও। তাঁর অভিযোগ ছিল, রঙিন ছবি তোলা আর ভাষণ দেওয়া ছাড়া মোদী কিছুই করেন না।