Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ট্রাম্পের শুল্কে বাংলাদেশে বিপদে ৮০১ সংস্থা, বেসরকারি কোম্পানির কাঠগড়ায় ইউনুস সরকারদুই পর্দাতেই একসঙ্গে ফিরছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে সিজার চেয়েও ফোর্সেপ ডেলিভারি, শিশুর মাথায় চোট, ব্রিটেনে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদানমোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্কBharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রী
NEET-UG Paper Leak

কংগ্রেস শুধু উত্তেজনা তৈরি করে বিভ্রান্তি ছাড়তে চাইছে! নিট ইস্যুতে পাল্টা দিলেন ধর্মেন্দ্র

নিট কেলেঙ্কারিতে সরকার পক্ষের গলদ যে আছে তা কার্যত মেনে নিয়েছে কেন্দ্র।

কংগ্রেস শুধু উত্তেজনা তৈরি করে বিভ্রান্তি ছাড়তে চাইছে! নিট ইস্যুতে পাল্টা দিলেন ধর্মেন্দ্র

ধর্মেন্দ্র প্রধান

শেষ আপডেট: 29 June 2024 13:36

দ্য ওয়াল ব্যুরো: সংসদের অধিবেশন শুরু হতেই প্রত্যাশামতো বিরোধীরা কেন্দ্রীয় সরকারের ওপর নিট ইস্যুতে চাপ বাড়াতে শুরু করেছে। গত শুক্রবার লোকসভা ও রাজ্যসভার দুই কক্ষেই নিট নিয়ে আলোচনার দাবি ওঠে। তবে তুমুল স্লোগান-বিক্ষোভের কারণে স্পিকার ওম বিড়লা সভা মুলতুবি করে দেন। কংগ্রেস সহ বিরোধীদের অভিযোগ, কেন্দ্র এই বিষয় নিয়ে আলোচনা চাইছে না। কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য সম্পূর্ণ অন্য। তিনি বলছেন, কংগ্রেস শুধু উত্তেজনা সৃষ্টি করতে চায়। 

নিট কেলেঙ্কারিতে সরকার পক্ষের গলদ যে আছে তা কার্যত মেনে নিয়েছে কেন্দ্র। এনটিএ ডিজিকে সরানো, নতুন কমিটি গঠন, অভিভাবক-পড়ুয়াদের থেকে পরামর্শ চাওয়া, এগুলিই তা প্রমাণ করে। তবে এই পরিস্থিতির মধ্যে বিরোধীরা যে হইচই শুরু করেছে তা পুরোটাই মানুষকে বিভ্রান্ত করার জন্য, এমনই দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। সংসদে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটা নিয়ে ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য, ''কংগ্রেস আদতে কোনও আলোচনাই চায় না। তারা শুধু উত্তেজনা তৈরি করে, সকলকে বিভ্রান্ত করে দেয়। সরকারের কাজে বাধা দেওয়াই তাঁদের আসল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।'' 

কেন্দ্রীয় মন্ত্রীর সাফ দাবি, তাঁরা নিট নিয়ে আলোচনা চান। কিন্তু কংগ্রেস এই ইস্যুকে রাজনীতির জন্য ব্যবহার করবে বলে উত্তেজনা জিইয়ে রাখছে বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। নিট দুর্নীতি নিয়ে দায় কিছুটা ঝেড়ে ফেলার চেষ্টা করে তাঁর এও মন্তব্য, কিছু ঘটনা ২০১৪ সালের আগে হয়েছে। সেটা নিয়ে এই সরকারের কিছু বলার নেই। 

নিট কেলেঙ্কারি সামনে আসার পর সবথেকে বেশি সমালোচিত হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। সেই সংস্থায় কীভাবে পরিবর্তন আনা যায় তা নিয়ে ইতিমধ্যে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের থেকে পরামর্শ চেয়েছে কেন্দ্রীয় সরকার। এনটিএ-কে শোধরাতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার পর এই পদক্ষেপ নিয়েছে তারা। বর্তমানে সিবিআই এই নিট কাণ্ডের তদন্ত করছে। তারা ইতিমধ্যেই প্রথম গ্রেফতারিও করেছে। পাটনা থেকে ২ জনকে পাকড়াও করে তারা। 

অন্যদিকে, নিট-ইউজি ২০২৪ পরীক্ষার প্রশ্নফাঁস করে ৩০০ কোটি টাকা রোজগারের ধান্দা ছিল। দেশের বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁস মাফিয়া চক্রের এক পান্ডা খোদ নিজের মুখে এক স্টিং অপারেশনে একথা স্বীকার করেন। তাঁর কথায়, নিট কেলেঙ্কারিতে আনুমানিক ৭০০ পরীক্ষার্থীর কাছ থেকে দু-তিনশো কোটি টাকা কামানোর লক্ষ্য নেওয়া হয়েছিল। 


ভিডিও স্টোরি