শেষ আপডেট: 31st January 2025 14:57
দ্য ওয়াল ব্যুরো: বাজেট অধিবেশনের শুরুতে সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ নিয়ে মুখ খোলায় কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিজেপির রোষানলে পড়লেন। দ্রৌপদীর ভাষণের পর সনিয়া বলেন, রাষ্ট্রপতি ভাষণের শেষ দিকে ক্লান্ত হয়ে পড়ছিলেন দেখা যাচ্ছিল। ওনাকে খুবই ক্লান্ত লাগছিল। শেষের দিকে খুব কষ্ট করে ভাষণ পড়ছিলেন। বেচারি মহিলা। খুবই খারাপ লাগছিল।
কংগ্রেসের রাজ্যসভা সদস্য তথা সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া ছাড়াও তাঁর পুত্র তথা লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী রাষ্ট্রপতির ভাষণকে ক্লান্তিকর-একঘেয়ে বলে মন্তব্য করায় তেড়েফুঁড়ে উঠেছে দেশের শাসকদল বিজেপি। রাহুল রাষ্ট্রপতির ভাষণকে একঘেয়ে বলে বলেন, এতে নতুন কিছুই নেই। মা-ছেলের এই মন্তব্যকে বিজেপি শিবির থেকে রাষ্ট্রপতিকে অপমানজনক কথা বলার অভিযোগ তোলা হয়েছে।
বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী এসপি সিং বাঘেল বলেন, রাষ্ট্রপতি প্রসঙ্গে সনিয়া গান্ধীর কথা দেশের সর্বোচ্চ পদে আসীন আদিবাসী মহিলাকে অপমান। রাষ্ট্রপতির ভাষণে গত একবছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যা যা উন্নয়ন হয়েছে তার হিসাব তুলে ধরা হয়েছে। বিজেপি এমপি সম্বিত পাত্র রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সনিয়া যা বলেছেন, তা উচিত হয়নি। রাষ্ট্রপতি আগাগোড়াই দৃঢ়তার সঙ্গে ভাষণ দিয়েছেন। সনিয়া গান্ধীর উচিত এই ধরনের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া। রাহুল গান্ধী সম্পর্কে পাত্রের মন্তব্য, উনি বারবার নিজেকে তুলে ধরার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন।