Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
টিফিন খেতে খেতেই সব শেষ! রাজস্থানের নাবালিকার মৃত্যুর কারণ কি হৃদরোগ, ধন্দে চিকিৎসকরা'ভুল বোঝাবুঝি', সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভাঙা স্থগিত করে বলল বাংলাদেশ, তৈরি বিশেষ কমিটিমাত্রা ৭.৩! প্রবল ভূমিকম্প আমেরিকার আলাস্কায়, জারি সুনামি সতর্কতা‘প্যান প্যান প্যান’! জরুরি অবতরণের আগে এই সঙ্কেত দিয়েছিলেন দিল্লি-গোয়া বিমানের পাইলট'আমেরিকা ও তার পোষা কুকুরের ওপর আরও বড় হামলা হবে', ফের হুঁশিয়ারি খামেনেইরIndiGo Flight: মাঝ আকাশে বিকল ইঞ্জিন, মুম্বইয়ে জরুরি অবতরণ দিল্লি-গোয়া ইন্ডিগো বিমানেরবোয়িং ৭৮৭ বিমানগুলির 'ফুয়েল কন্ট্রোল সুইচ'-এ ত্রুটি নেই, সবরকম পরীক্ষা করে জানাল এয়ার ইন্ডিয়াগোপালগঞ্জ কিলিং: আওয়ামী লিগ কর্মীদের উপর গুলি বর্ষণে সেনা-পুলিশকে বাহবা দিলেন ইউনুসমিশন শেষে ঘরে ফিরছেন শুভাংশু, স্বামীর পছন্দের রান্না করবেন কামনা, একসঙ্গে সময় কাটানোর অপেক্ষাবঙ্গবন্ধুর মাজার ভাঙতে না পেরে আওয়ামী লিগ কর্মীদের খুন করেছে ইউনুস বাহিনী, অভিযোগ হাসিনার
Shashi Tharoor countered Rahul Gandhi

রাহুলের ‘নরেন্দর সারেন্ডারের’ মোক্ষম জবাব দিয়ে শশী তারুর বললেন, সিঁদুর কা বদলা খুন

পহলগাম কাণ্ড ও অপারেশন সিঁদুর পরবর্তী ভারত-পাক পরিস্থিতি বোঝাতে বর্তমানে আমেরিকায় রয়েছেন সর্বদলীয় সংসদীয় নেতা তারুর।

রাহুলের ‘নরেন্দর সারেন্ডারের’ মোক্ষম জবাব দিয়ে শশী তারুর বললেন, সিঁদুর কা বদলা খুন

রাহুল গান্ধী ও শশী তারুর। ফাইল ছবি।

শেষ আপডেট: 5 June 2025 05:40

দ্য ওয়াল ব্যুরো: পদে পদে দল ও কংগ্রেসের অদৃশ্য সর্বেসর্বো রাহুল গান্ধীর বিরোধিতা করে চলেছেন কেরলের তিরুবনন্তপুরমের এমপি শশী তারুর। পহলগাম কাণ্ড ও অপারেশন সিঁদুর পরবর্তী ভারত-পাক পরিস্থিতি বোঝাতে বর্তমানে আমেরিকায় রয়েছেন সর্বদলীয় সংসদীয় নেতা তারুর। সেখানে তিনি রাহুল গান্ধীর নরেন্দর সারেন্ডার কটাক্ষের প্রত্যুত্তর দিয়ে দলীয় লাইনের একহাত দূরে নিজের অবস্থান স্পষ্ট করে দেন। তারুর ভারতের নীতিগত জায়গা ব্যাখ্যা করে বলেন, বর্তমানে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ এড়াতে কোনও তৃতীয় পক্ষের প্রয়োজন নেই।

প্রসঙ্গত, ভারত-পাকিস্তানের সংক্ষিপ্ত যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ নয়াদিল্লি যুদ্ধবিরতি ঘোষণা করে বলে আমেরিকার প্রশাসন ও খোদ প্রেসিডেন্ট দাবি করেছিলেন। তারপর থেকেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর দল একাই আওয়াজ তুলে যাচ্ছে যে, আমেরিকার কাছে নতিস্বীকার করেছে ভারত।

অন্যদিকে, অপারেশন সিঁদুর ও চারদিনের যুদ্ধে কোমর ভাঙা পাকিস্তান কাশ্মীরসহ সিন্ধু জলচুক্তি ও উত্তেজনা প্রশমনে বারবার করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি বৈঠকের দাবি জানাচ্ছে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যেখানেই যাচ্ছেন, সেখানেই ভারতকে শান্তি টেবিলে বসাতে মার্কিন মধ্যস্থতার আর্জি জানিয়ে আসছেন। কিন্তু, কাশ্মীর নিয়ে আলোচনায় ভারত কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা মানবে না বলে কয়েক দশক ধরে একই কথা বলে আসছে। নরেন্দ্র মোদী সরকারও সাফ জানিয়ে দিয়েছে যে, আগে অধিকৃত কাশ্মীর ফেরত দিতে হবে এবং পাক জমি থেকে জঙ্গিদের উৎখাত করে ভারতের হাতে মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তুলে দিতে হবে। তারপরই দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব।

দুই দেশের কূটনৈতিক এই অবস্থানের জের নিয়ে রাহুল গান্ধীর কটাক্ষের জবাব ইতিমধ্যেই দিয়েছে বিজেপি। কিন্তু এবার সেই জবাব এল খোদ তাঁর নিজেরই শিবিরের ভিতর থেকে। তারুর বলেন, যুদ্ধ থামাতে ভারত কারও হাতেপায়ে ধরেনি। আমাদের থামতেও কেউ বলেনি। আমরাও চাই না কেউ আমাদের থামতে বলুক। আমরা তাদের বলতে চাই, যে মুহূর্তে পাকিস্তান থামবে, আমরাও সংঘর্ষ থামাতে রাজি আছি। সুতরাং, তারা যদি দয়া করে পাকিস্তানকে বলে দেয় যে, ভারত তোমাদের থামাতে চাইছে বলে তোমরা ভালয় ভালয় থেমে যাও, আর সেটাই হয়েছে।

গত মঙ্গলবার রাহুলের কথার পরিপ্রেক্ষিতে তারুর বলেন, ভবিষ্যতেও পাকিস্তানের মাটি থেকে জঙ্গি হামলার শিকড় উপড়ে ফেলতে ভারত শক্তি প্রয়োগে তৈরি রয়েছে। পাকিস্তানিরা যে ভাষায় কথা বলতে চায়, সেই ভাষায় জবাব দিতে আমরাও ভয় পাই না। ওরা যতদিন জঙ্গি-ভাষায় কথা বলবে আমরাও ততদিন শক্তিপ্রয়োগের ভাষায় জবাব দেব। আর এজন্য তৃতীয় পক্ষের প্রয়োজন পড়বে না।

আমেরিকায় সাংবাদিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের সঙ্গে আলাপচারিতায় তারুর আরও বলেন, সন্ত্রাসবাদ দমনের এই অভিযানের প্রয়োজন ছিল। অপারেশন সিঁদুর শুধু কোনও প্রতীকী নাম নয়, এর মধ্যে রয়েছে দেশবাসীর আবেগ। নামের ভূয়সী প্রশংসা করে তারুর বলেন, সিঁদুর হল একটি প্রতীক চিহ্ন। যা হিন্দু রীতি-রেওয়াজ অনুযায়ী ভারতীয় রমণীরা বিয়ের পর কপালে পরেন। বিবাহের মঙ্গলচিহ্ন হল সিঁদুর। কিন্তু, এই নৃশংস জঙ্গিরা সেই সিঁদুর মুছে দিয়েছে মহিলাদের সিঁথি থেকে। তাই আমাদেরও কর্তব্য ছিল সিঁদুর মোছার প্রতিশোধ নেওয়া। তিনি আরও হিন্দিতে একটা প্রবাদ আছে, খুন কা বদলা খুন! আমরা সেটা বদলে দিয়ে করেছি, সিঁদুর কা বদলা খুন।


ভিডিও স্টোরি