শেষ আপডেট: 21st October 2024 18:49
দ্য ওয়াল ব্যুরো: কেরলের ওয়ানাড কেন্দ্রের উপনির্বাচনে আগামী বুধবার মনোনয়নপত্র জমা দেবেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। দলীয় সূত্রে সোমবার জানা গিয়েছে, প্রিয়ঙ্কার মনোনয়ন জমায় উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং দাদা তথা এই কেন্দ্রের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রিয়ঙ্কা দেখা করেন খাড়্গের সঙ্গে এবং তাঁর শুভেচ্ছা ও আশীর্বাদ নেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে আগামী বুধবার, ২৩ অক্টোবর রাহুল ও প্রিয়ঙ্কা একটি বর্ণাঢ্য রোড শো করে জেলা কালেক্টর অফিসে যাবেন। বেলা ১১টায় রোড শো শুরু হবে কালপেট্টা নিউ বাসস্ট্যান্ড থেকে, দুপুর ১২টায় মনোনয়ন জমা দেবেন কংগ্রেস প্রার্থী।
দলীয় সূত্রে জানা গিয়েছে, কংগ্রেসি মুখ্যমন্ত্রীরা ছাড়াও বেশ কয়েকজন শীর্ষ নেতা মনোনয়ন জমার অনুষ্ঠানে হাজির থাকবেন। ওয়ানাডে জিতলে রাজনৈতিক জীবনের পাঁচ বছর পর প্রথম লোকসভা সদস্য হিসেবে সংসদে পা রাখবেন ৫২ বছর বয়সি গান্ধী পরিবারের লাডলি।
কেরলে অতিবৃষ্টির জেরে ধসে বিধ্বস্ত হয়েছিল ওয়ানাড। এই কেন্দ্র থেকেই জিতেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু, উত্তরপ্রদেশের রায়বরেলি কেন্দ্রটি বেছে নেওয়ায় ওয়ানাড কেন্দ্রটির এমপি পদ শূন্য হয়। এবার সেই কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।
ওয়ানাড কংগ্রেসের পুরনো জেতা আসন। ২০১৯ সালে রাহুল গান্ধী এই কেন্দ্র থেকেই জিতে লোকসভায় পা রেখেছিলেন। কেননা সেবার উত্তরপ্রদেশের আমেঠি কেন্দ্রে তিনি হেরে গিয়েছিলেন বিজেপির স্মৃতি ইরানির কাছে। তারপর বিভিন্ন রাজনৈতিক জল উঁচু, জল নিচু ঘটনাপ্রবাহে সাংসদ পদ থেকে বিতাড়িত ও পুনরুদ্ধার ঘটে রাহুলের। চলতি বছরে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট গড়ে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী লোকসভায় লড়াই করে।
তা সত্ত্বেও সিপিআই সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি রাজা এই কেন্দ্র থেকে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটে প্রশ্ন তুলে দেন। কিন্তু তাতেও বর্তমানে বিরোধী দলনেতা রাহুল এই কেন্দ্র থেকে ৩ লক্ষ ৬৪ হাজার ৪২২ ভোটের ব্যবধানে জেতেন। সিপিআইয়ের অ্যানি রাজা পেয়েছিলেন ২ লক্ষ ৮৩ হাজার ২৩টি ভোট। তৃতীয় স্থানে থাকা বিজেপির কে সুরেন্দ্রন পান ১ লক্ষ ৪১ হাজার ৪৫ ভোট।
পরিসংখ্যান অনুযায়ী, দাদার সাড়ে ৩ লক্ষ ব্যবধানের মার্জিনকে পুঁজি করে ওয়ানাড জয়ে নামতে চলেছেন প্রিয়ঙ্কা। আর তাঁর জমি তিনি তৈরি করে রেখেছেন প্রাকৃতিক বিপর্যয়ের সময় থেকেই। ভূমিধসে বিপর্যস্ত ওয়ানাডে দাদা-বোন মিলে উদ্ধারকাজ দেখতে পীড়িত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। এমনিতেই কংগ্রেসে গান্ধী পরিবারের প্রতি সীমাহীন আনুগত্য রয়েছে। তাই প্রিয়ঙ্কার মনোনয়ন নিয়ে এখন থেকেই কেরল কংগ্রেসে নতুন করে প্রাণ ফিরে এসেছে।