শেষ আপডেট: 29th April 2024 20:17
দ্য ওয়াল ব্যুরো: অঘটনের লোকসভা ভোট। গুজরাতের সুরাতের পর মধ্যপ্রদেশের ইন্দোর। কংগ্রেস প্রার্থী অক্ষয়কুমার বম মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। একইসঙ্গে হাত ছেড়ে যোগ দিলেন পদ্ম শিবিরে। ভোটের কয়েকদিন আগে সোমবার বিরাট ঝটকা খেল কমল নাথের কংগ্রেস।
চতুর্থ দফায় আগামী ১৩ মে ভোট রয়েছে ইন্দোরে। এখানে বর্তমান সাংসদ শঙ্কর লালওয়ানিকে ফের প্রার্থী করেছে বিজেপি। তাঁর বিরুদ্ধে বমকে টিকিট দিয়েছিল বিজেপি। এদিন মনোনয়ন প্রত্যাহারের কিছুক্ষণ পরেই প্রবীণ বিজেপি নেতা এবং ইন্দোরের বিধায়ক কৈলাস বিজয়বর্গীয় বমকে গেরুয়া শিবিরে স্বাগত জানান।
এক্স বার্তায় বমের সঙ্গে তাঁর ছবিসহ একটি বার্তা পোস্ট করেন বিজয়বর্গীয়। তাতে তিনি লেখেন, আমরা অক্ষয়কুমার বমজিকে স্বাগত জানাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দলে তিনি যোগ দিচ্ছেন।
इंदौर से कांग्रेस के लोकसभा प्रत्याशी श्री अक्षय कांति बम जी का माननीय प्रधानमंत्री श्री @narendramodi जी, राष्ट्रीय अध्यक्ष श्री @JPNadda जी, मुख्यमंत्री @DrMohanYadav51 जी व प्रदेश अध्यक्ष श्री @vdsharmabjp जी के नेतृत्व में भाजपा में स्वागत है। pic.twitter.com/1isbdLXphb
— Kailash Vijayvargiya (Modi Ka Parivar) (@KailashOnline) April 29, 2024
প্রসঙ্গত, এ মাসের গোড়ার দিকে কংগ্রেসের সুরাতের প্রার্থী নীলেশ কুম্ভানি আচমকা ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান। যদিও প্রশাসনের তরফে জানানো হয়, তাঁর মনোনয়নে ত্রুটি থাকায় তা বাতিল করা হয়েছে। এমনকী দলের দ্বিতীয় পছন্দের প্রার্থী সুরেশ পদসালার মনোনয়নও বাতিল হয়ে যায় একই কারণে।
এদিনই ইন্দোরের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। একেবারে শেষ মুহূর্তে বমের এই সিদ্ধান্তে অথই জলে পড়েছে কংগ্রেস। বিশেষত কংগ্রেস শিবির ঘূণাক্ষরে কিছু টের পাওয়ার আগেই মধ্যপ্রদেশের গুরুত্বপূর্ণ মন্ত্রী বিজয়বর্গীয় চুপিসারে এই অপারেশনটি সেরে ফেলেন।
প্রসঙ্গত, মধ্যপ্রদেশের ইন্দোরকে মিনি মুম্বই নামে ডাকা হয়। গত ২৪ এপ্রিল বম এখান থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। মাত্র চারদিনের অপারেশনে এদিন তাঁকে ঘরে তুলল বিজেপি। হলফনামায় বম ৫৭ কোটি টাকার সম্পত্তির হিসাব দিয়েছিলেন। তাঁর নামে কোনও গাড়ি না থাকলেও বমের হাতঘড়ির দাম ১৪ লক্ষ টাকা।