Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন
Pahalgam terror attack-Shashi Tharoor

পহেলগাম নিয়ে শশী তারুরের মন্তব্যে রুষ্ট কংগ্রেস, উনি কি বিজেপির ওকালতি করছেন?

কেরলের তিরুবনন্তপুরমের এমপি শশী তারুর কি বিজেপির মুখপাত্র হয়ে গিয়েছেন? উনি কি এখন সুপার-বিজেপি ম্যান হওয়ার চেষ্টা করছেন, প্রশ্ন রাজের।

পহেলগাম নিয়ে শশী তারুরের মন্তব্যে রুষ্ট কংগ্রেস, উনি কি বিজেপির ওকালতি করছেন?

শশী তারুর। ফাইল ছবি

শেষ আপডেট: 28 April 2025 09:30

দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার নিয়ে সদর্থক মন্তব্য করায় কংগ্রেসের ভিতরে ফের সমালোচনার মুখে এমপি শশী তারুর। কংগ্রেসের অপর এক নেতা উদিত রাজ সোমবার শশীর কঠোর সমালোচনা করে বলেন, উনি কি আদৌ দলের অনুগত সৈনিক রয়েছেন? শশী তারুর কংগ্রেসের হয়ে কথা বলছেন, নাকি বিজেপির দিকে ঘেঁষার চেষ্টা করছেন?

কেরলের তিরুবনন্তপুরমের এমপি শশী তারুর কি বিজেপির মুখপাত্র হয়ে গিয়েছেন? উনি কি এখন সুপার-বিজেপি ম্যান হওয়ার চেষ্টা করছেন, প্রশ্ন রাজের। গত রবিবারই শশী তারুর এক নির্বাচিত কলামে লিখেছিলেন, পহেলগাম জঙ্গি হানার পিছনে গোয়েন্দা ব্যর্থতা ছিল, এটা হতেই পারে। ২ বছর আগের ৭ অক্টোবর ইজরায়েলের রিসর্টে যেভাবে জঙ্গিরা হামলা চালিয়েছিল, সেই কৌশলেই পহেলগামে আক্রমণ হয়েছে। কিন্তু, এখন সরকারের ব্যর্থতার উপর নজর দেওয়ার সময় নয়।

শশীর কথায়, একথা ঠিক যে, ওখানে নিশ্ছদ্র নিরাপত্তা ছিল না। গোয়েন্দা সূত্রও ব্যর্থ হয়েছে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে, ইজরায়েলের মোসাদ চর সংস্থা, যাদের বিশ্বসেরা বলে বিশ্বাস করা হয়, তারাও হামাস হানা সম্পর্কে কিস্যু টের পায়নি। তেমনই এটা সত্যি যে, আমাদের দিক থেকেও ব্যর্থতা আছে। কিন্তু, অন্তত এই মুহূর্তে সেদিকে নজর দিয়ে সরকারি ব্যর্থতার বিচার করার সময় নয়।

উদিত রাজ দলীয় নেতার সমালোচনায় বলেন, উনি কি বিজেপির হয়ে ওকালতি করছেন? শশী তারুর বলছেন, কোনও দেশ নেই যাদের গোয়েন্দা সূত্র ১০০ শতাংশ নির্ভরশীল। কিন্তু, ২৬/১১ মুম্বই হামলার সময় গুজরাত থেকে মুম্বইয়ে গিয়ে এই নরেন্দ্র মোদীই কেন্দ্রের ব্যর্থতাকে দায়ী করেছিলেন। 

কংগ্রেস নেতার আরও অভিযোগ, আমি তো বুঝতে পারছি না উনি কোন দলের হয়ে কাজ করছেন। ওনার ক্ষমতা থাকলে প্রশ্ন করুন না মোদীজিকে পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনতে উনি কি করছেন? কংগ্রেস যেমন ১৯৬৫ এবং ১৯৭১ সালে পাকিস্তানকে মোক্ষম শিক্ষা দিয়েছিল, মোদীজি কি এবার সেরকম কোনও পদক্ষেপ করতে পারবেন?


ভিডিও স্টোরি