শশী তারুর
শেষ আপডেট: 27 February 2025 04:59
দ্য ওয়াল ব্যুরো: কেরলে দলের গোষ্ঠীদন্দ্ব থামাতে উদ্যোগী হল কংগ্রেস হাইকমান্ড (Congress high command)। শুক্রবার দিল্লিতে রাজ্য কংগ্রেস নেতাদের ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে তিরুবনন্তপুরের (Thirubanantapuram) ‘বিদ্রোহী’ (Rebel) সাংসদ শশী তারুরকেও (Shashi Tharoor)।
মূলত তারুরের তোলা অভিযোগের নিষ্পত্তির লক্ষ্যে বৈঠক ডাকা হলেও কথা হবে প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণের (K Sudhakaran) ভবিষ্যৎ নিয়েও। তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, হাইকমান্ড চাইলে রাজ্য সভাপতির পদ থেকে সরে যাবেন। প্রসঙ্গত, তারুরের সঙ্গে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধের মূলে আছেন সুধাকরণ। তাঁর নেতৃত্বের প্রতি তীব্র অনাস্থা জানিয়েছেন তারুর। যদিও সরাসরি সুধাকরণের নাম করে পদত্যাগ দাবি করেননি। তবে বারে বারেই বলেছেন, রাজ্য কংগ্রেস ঠিকঠাক চলছে না। বিধানসভা ভোটে সিপিএমকে টেক্কা দিতে আরও রাজ্য কংগ্রেসের দিশাহীন নেতত্বের পরিবর্তন দরকার।
তারুরের আসল দাবি যদিও ভিন্ন। তিনি চান আগামী বছর বিধানসভা ভোটের আগে তাঁকে কেরলে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হোক। শুক্রবারের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয় কিনা সেটাই দেখার। তারুরের দাবি, এই মূহূর্তে তিনিই ওই পদের জন্য সবচেয়ে দক্ষ। তিরুবনন্তপুরের চারবারের সাংসদ তারুর এর আগে কেন্দ্রে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন।
তাঁকে নিয়ে বিবাদের কারণ তিনি দুই বিরোধী পক্ষ বিজেপি ও সিপিএম সরকারের কাজকর্মের হালে প্রশংসা করেছেন। এমন কথাও বলেছেও কংগ্রেস ছাড়াও তার কাছে রাজনীতি করার অনেক বিকল্প রাস্তা খোলা রয়েছে।
যদিও তাৎপর্যপূর্ণ হল শুক্রবারের বৈঠকের আগে তারুর সুর নরম করেছেন। বলেছেন, যাই বলেছি, তাতে কংগ্রেসের ক্ষতি হয়নি। প্রতিপক্ষেপ ভাল কাজের প্রশংসা ভারতীয় সংস্কৃতির অঙ্গ। আর আমি বিজেপি (BJP) ও সঙ্ঘ পরিবারকে (RSS) কী চোখে দেখি তা নিয়ে অগ্নপরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। আমি গেরুয়া শিবিরের রাজনীতির তীব্র বিরোধী। তাঁর অনুগামীরা বলেছন, তারুর সিপিএম (CPIM) ও বিজেপির প্রশংসা করেননি। তাদের সরকারের কিছু কাজকর্মের প্রশংসা করেছেন মাত্র। সেটা আসলে হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের কৌশল।
গত এক পক্ষকাল গলাবাজির পর তারুর কেন সুর নরম করেছেন? জানা গিয়েছে, গত মঙ্গলবার তিনি রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে একান্তে কথা বলেছেন। সেই বৈঠকের কথা জানাজানি হলে বলেন, দু’জনে আমার কথা মন দিয়ে শুনেছেন। বুঝেছেন, আমি যা বলছি তা দলের স্বার্থেই।