শেষ আপডেট: 8th January 2025 08:35
দ্য ওয়াল ব্যুরো: ২৪ আকবর রোড থেকে ৯-এ কোটলা রোড। আগামী ১৫ জানুয়ারি থেকে ঠিকানা বদল হচ্ছে কংগ্রেসের সদর দফতরের। ৯-এ কোটলা রোডে তৈরি হয়েছে কংগ্রেসের নতুন অত্যাধুনিক অফিস। ১৫ জানুয়ারি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে নতুন ভবনে গৃহপ্রবেশ হবে।
কংগ্রেসের বর্তমান সদর দফতর ২৪ আকবর রোড। ওই বাড়িও দলের কার্যালয় হিসাবে থাকবে। তবে সভাপতি-সহ গুরুত্বপূর্ণ পদাধিকারীরা বসবেন নতুন অফিসে।
১৯৭৮ সালে ২৪ আকবর রোডের অফিসটির উদ্বোধন করেছিলেন দলের তৎকালীন সভাপতি ইন্দিরা গান্ধী। নতুন ভবনেরও নাম রাখা হয়েছে ইন্দিরা ভবন।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, নতুন ভবনে গৃহপ্রবেশের দিন প্রদেশ কংগ্রেস সভাপতি, দলের সাংসদ, মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। কংগ্রেস সূত্রের খবর, নতুন ভবনে পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি বড় রাজ্যের জন্য আলাদা ঘর বরাদ্দ হয়েছে।
এআইসিসির দায়িত্বপ্রাপ্ত নেতারা সেখানে বসবেন। রাজ্যের নেতারা নির্দিষ্ট ঘরে গিয়ে বৈঠক করতে পারবেন। অল্প কয়েকজনের থাকার ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্যের নেতারা প্রয়োজনে সেখানে থাকতে পারবেন।
বিজেপি ছয় বছর আগে নতুন অফিস তৈরি করে নিয়েছে। দিল্লিতে ৬, দীনদয়াল মার্গে অত্যাধুনিক অফিস তৈরি করেছে পদ্ম শিবির। সেখানেও প্রয়োজনে নেতাদের রাত্রিবাসের ব্যবস্থা আছে। আছে সভা করার জন্য বড় অডিটোরিয়াম। এছাড়া আছে অত্যাধুনিক যাবতীয় যোগাযোগ ব্যবস্থা। বেণুগোপাল জানিয়েছেন, কংগ্রেস অফিসেও থাকছে যাবতীয় আধুনিক ব্যবস্থা।