শেষ আপডেট: 4th May 2024 09:57
দ্য ওয়াল ব্যুরো: বিজেপির জনসভায় কচিকাঁচারা! শুধু তাই নয়, এক শিশুর হাতে বিজেপির প্রতীক যুক্ত পতাকাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তুলে দিয়েছেন বলে অভিযোগ। এ ব্যাপারে শাহের বিরুদ্ধে কমিশনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ জানাল কংগ্রেস।
দেশজুড়ে চলছে লোকসভা ভোট। ভোটের আগে সমস্ত রাজনৈতিক দলকে আদর্শ বিধি পাঠিয়েছিল কমিশন। কংগ্রেসের দাবি, কমিশনের নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, নির্বাচনী প্রচার বা কোনও কাজে শিশুদের ব্যবহার করা যাবে না। কিন্তু তেলেঙ্গানার ভোট প্রচারে গিয়ে গত ১ মে অমিত শাহ সেই বিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ কংগ্রেসের।
রাজ্যের সিইও-কে রেড্ডির পাঠানো ইমেলে তেলঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি নিরঞ্জন রেড্ডি লিখেছেন, " কমিশননের বিধি উড়িয়ে অমিত শাহের প্রচারমঞ্চে রাখা হয়েছিল শিশুদের। এক শিশুর হাতে অমিত বিজেপির প্রতীকও তুলে দেন।"
কমিশনে অভিযোগ জানানোর পাশাপাশি হায়দরাবাদ পুলিশের কাছেও অভিযোগ জমা দিয়েছে কংগ্রেস। সূত্রের খবর, কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তাতে বেশ কয়েকজন বিজেপি নেতার নাম রয়েছে।
জানা গেছে, গত ১ মে হায়দরাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপি মাধবী লাথার সমর্থনে প্রচারসভা করেন শাহ। ওই সভাতেই বেশ কয়েকজন শিশুকে মঞ্চে রাখা হয়েছিল বলে অভিযোগ। এ ব্যাপারে বিজেপির অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।