শেষ আপডেট: 9th July 2024 14:59
দ্য ওয়াল ব্যুরো: 'বিশ্বগুরু' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও নয়াদিল্লি-মস্কোর অটুট বন্ধুত্ব নিয়ে গালগর্ভ ভাষণ দিচ্ছেন, তখন দেশের আকাশছোঁয়া বেকারি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করল কংগ্রেস। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে মঙ্গলবার মোদীকে দেশের যুবসমাজকে বেকারত্বের অন্ধকারে ডুবিয়ে রাখার জন্য তীব্র আক্রমণ করেন।
এদিন রাজ্যসভার বিরোধী দলনেতা খাড়্গে এক দীর্ঘ এক্সবার্তায় আন্তর্জাতিক শ্রম সংগঠনের রিপোর্ট তুলে ধরে কচুকাটা করেন কেন্দ্রকে। তিনি লিখেছেন, আইএলও-র রিপোর্টেই রয়েছে ভারতের বেকারের মধ্যে ৮৩ শতাংশই হল যুবক-যুবতী। গত ১০ বছর ধরে কয়েক কোটি যুবর স্বপ্নকে ধূলিসাৎ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাই দায়ী।
কংগ্রেস নেতার আরও অভিযোগ, মোদী সরকার বেসরকারি অর্থনৈতিক রিপোর্টকে খণ্ডন করতেই পারে। উল্লেখ্য, সম্প্রতি সিটিগ্রুপ দেশের বেকারত্ব নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছিল। সে বিষয়টি তুলে খাড়্গে বলেন, বেসরকারি সংস্থার কথা উড়িয়ে দিলেও এবারে কী করবেন মোদী? এটা তো সরকারি তথ্য! সত্য হচ্ছে মোদী সরকার একাই দেশের কোটি কোটি তরুণের স্বপ্ন অন্ধকারে ছেয়ে দিয়েছে।
Modi Govt may be refuting independent economic reports like Citigroup on unemployment, but how will it deny government data!
— Mallikarjun Kharge (@kharge) July 9, 2024
The truth is that Modi Govt is solely responsible for shattering the dreams of crores of Youth in the last 10 years!
The latest government data… pic.twitter.com/9KatWsJ8VN
বর্ষীয়ান কংগ্রেস নেতার আরও দাবি, সাম্প্রতিকতম সরকারি ডেটা ওদের দাবির হাওয়া বের করে দিয়েছে। এনএসএসও-র অসংগঠিত ক্ষেত্রের বার্ষিক সমীক্ষাই চোখে আঙুল দিয়ে এই সত্য তুলে ধরেছে। ২০১৫-২০২৩ সালের মধ্যে উৎপাদন ক্ষেত্রে ৫৪ লক্ষ মানুষ কর্মহীন হয়েছেন। যেখানে ২০১০-১১ সালেও অসংগঠিত ক্ষেত্রে ১০.৮ কোটি লোক কাজ করতেন।
খাড়্গে তথ্য তুলে ধরে বলেছেন, সময়ভিত্তিক শ্রমশক্তি সমীক্ষার ২০২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের হিসাবে দেখা যাচ্ছে, শহরাঞ্চলে বেকারত্বের হার ৬.৭ শতাংশ। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের তথ্য দেখিয়ে মোদী সরকার চাকরি বৃদ্ধির যে হিসাব পেশ করে তা হল সংগঠিত ক্ষেত্রে। খাড়্গে বলেন, কিন্তু সেই ডেটাকেও যদি আমরা সত্যি বলে ধরে নিই, তাহলে দেখা যাবে ২০২৩ সালে ১০ শতাংশ কম চাকরি সৃষ্টি হয়েছে।
খাড়্গের আরও অভিযোগ, আইআইএম, লখনউ সরকারি পরিসংখ্যান বিশ্লেষণ করে বেকারত্ব বৃদ্ধিকে দেখিয়ে দিয়েছে। শিক্ষিত যুবদের মধ্যে কীভাবে কর্মহীনতার হতাশা গ্রাস করছে, তা কেউ দেখতে পাচ্ছে না। শুধু তাই নয়, কর্মশক্তিতে মহিলাদের অংশীদারিত্বও কমছে। আসলে বেসরকারি আর্থিক রিপোর্টে মোদী সরকারের নির্লজ্জ মুখঢাকার চেষ্টাকে খুলে দেওয়া হয়েছে বলে তারা ওটাকে অস্বীকার করছে। সিএমআইই-এর হিসেবে বর্তমানে দেশে কর্মহীনতার হার ৯.২ শতাংশ এবং মহিলাদের মধ্যে তা ১৮.৫ শতাংশ।
ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট, ২০২৪ অনুসারে দেশের বেকার সংখ্যার ৮৩ শতাংশই হল তরুণ। আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের রিপোর্ট হল ২৫ বছরের নীচে স্নাতকদের ৪২.৩ শতাংশ চাকরি পাননি। সিটিগ্রুপের রিপোর্ট অনুযায়ী আগামী দশ বছর ভারতে বছরে এক কোটি ২০ লক্ষ চাকরি সৃষ্টি করতে হবে। মোদী সরকারকে কটাক্ষ হেনে খাড়্গে বলেন, সরকারি হোক বা বেসরকারি, স্বনিযুক্তি হোক বা অসংগঠিত ক্ষেত্র, মোদী সরকারের একটাই লক্ষ্য- যুবদের কর্মহীন করে রাখো।