Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
WTC Final: লর্ডসে সেঞ্চুরি করে ব্র্যাডম্যান-গ্রিনিজদের ক্লাবে মার্করাম, তালিকায় একমাত্র ভারতীয় আগারকরভারতীয় নভোচর শুভাংশুর মহাকাশ অভিযান, নতুন তারিখ জানাল ইসরোAir India Plane Crash: গঠন করা হল উচ্চপর্যায়ের তদন্ত কমিটি, তিন মাসে রিপোর্ট পেশের নির্দেশNEET UG 2025: আজই ফলপ্রকাশ! কীভাবে দেখবেন, কাউন্সেলিংয়ে কেমন করে অংশ নেবেন? জেনে নিনকাশ্মীর পাকিস্তানের, উত্তর-পূর্ব হল নেপাল! ভারতের ভুল ম্যাপ দেখাল ইজরায়েল, পরে চাইল ক্ষমাইজরায়েলি আকাশের রক্ষাকবচ আয়রন ডোম এবং ডেভিড’স ক্ষেপণাস্ত্র বর্মের নাক কেটে দিয়েছে ইরানগুগলের পর এবার ইউটিউব, এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় নিহতদের স্মরণে হোমপেজে কালো রিবনবাঁধনি প্রিন্টের স্পোর্টসওয়্যার! দিল্লির ব্র্যান্ডের সঙ্গে হাত মিলিয়ে নতুন কালেকশন নাইকিরকলকাতায় আসার আগে নৈহাটিতে অনুব্রত, বড়মা-র মন্দিরে পুজো দিলেনদুয়ারে বর্ষা, ভ্যাপসা গরম থেকে মুক্তি সময়ের অপেক্ষা! কবে থেকে টানা বৃষ্টি? কী বলছে আলিপুর
Awami League ban

আওয়ামী লিগের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণায় উদ্বিগ্ন ভারত ফের জানাল, হাসিনার দলকে বাদ দিয়ে ভোট নয়

বাংলাদেশে আওয়ামী লিগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় উদ্বেগ প্রকাশ করল ভারত। দিল্লি স্পষ্ট বলল—হাসিনার দলকে বাদ দিয়ে নির্বাচন নয়।

 

আওয়ামী লিগের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণায় উদ্বিগ্ন ভারত ফের জানাল, হাসিনার দলকে বাদ দিয়ে ভোট নয়

হাসিনার পাশে ভারত

শেষ আপডেট: 13 May 2025 20:46

দ্য ওয়াল ব্যুরো: আওয়ামী লিগের কর্মকাণ্ড নিষিদ্ধ (Ban on Awami League Activities) ঘোষণার সিদ্ধান্ত উদ্বেগ প্রকাশ করল ভারত (India)। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে উদ্বেগজনক বলেছে নয়া দিল্লি (New Delhi)। ফের স্পষ্ট করেছে নয়া দিল্লি শেখ হাসিনা (Sheikh Hasina) ও তাঁর দলের পাশে আছে। দিল্লির তরফে আরও একবার স্পষ্টাস্পষ্টি বুঝিয়ে দেওয়া হয়েছে, ভারত চায় বাংলাদেশে পরবর্তী নির্বাচনগুলি আওয়ামী লিগকে অংশ গ্রহণ করতে দেওয়া হবে।

মঙ্গলবার নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের সাংবাদিক বৈঠকে আওয়ামী লিগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার বিষয়টি ওঠে। সোমবার মহম্মদ ইউনুসের সরকার বিজ্ঞপ্তি জারি করে বলেছে, আওয়ামী লিগের নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত ওই দলের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। সরকারি বিজ্ঞপ্তিকে হাতিয়ার করে বেশি রাতে বাংলাদেশের নির্বাচন কমিশন আওয়ামী লিগের নিবন্ধন বা রেজিস্ট্রেশন বাতিল করে দেয়।

বাংলাদেশ সরকার যেভাবে সন্ত্রাস দমন আইনে আওয়ামী লিগের কার্যক্রম নিষিদ্ধ করেছে তা নিয়ে আইনজ্ঞদের অনেকেই বিস্মিত। কারণ মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লিগের কোনও নেতা-নেত্রী এখনও দোষী সাব্যস্ত হননি। ভারতও এই প্রশ্ন উত্থাপন করল।

ইউনুস সরকারের পদক্ষেপ নিয়ে ভারতই প্রথম মুখ খুলেছে। স্পষ্ট ভাষায় পড়শি দেশে আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলে দিল নয়াদিল্লি।

রণধীর জয়সওয়াল বলেন, ‘কোনও উপযুক্ত আইনি প্রদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লিগের উপর নিষেধাজ্ঞা আরোপ উদ্বেগজনক পদক্ষেপ।’ বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেছেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ। বাংলাদেশে  গণতান্ত্রিক এবং রাজনৈতিক স্বাধীনতা ও পরিসর যেভাবে সঙ্কুচিত হয়ে আসছে তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে।’

বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও একবার বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান ও প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘বাংলাদেশে দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিকে আমরা জোরালো সমর্থন জানাই।’ কূটনৈতিক মহলের ব্যাখ্যা এই মন্তব্যের মধ্য দিয়ে ভারত সরকার আরও একবার স্পষ্ট করে দিল, বাংলাদেশে আওয়ামী লিগকে বাদ দিয়ে নির্বাচন হোক, চায় না নয়াদিল্লি।

বিদেশ মন্ত্রক এবং কূটনৈতিক মহলের ব্যাখ্যা, আওয়ামী লিগ একটি রাজনৈতিক দল হওয়ায় তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি মুখে খোলেনি ভারত। তবে পদ্ধতিগত অনিয়মের অভিযোগ তুলে বুঝিয়ে দিয়েছে ইউনুস সরকারের সিদ্ধান্তে নয়াদিল্লি অসন্তুষ্ট এবং তারা শেখ হাসিনার দলের পাশেই আছে।


ভিডিও স্টোরি